রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের উদ্যোগে যৌথ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Category: ফোকাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: রাজশাহী, ০৭ জুলাই ২০২৫: রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়েছে। গত ৭ জুলাই সোমবার বিকেল ৫টায় রাজশাহীর রাজাবাড়িহাটে অবস্থিত গবাদি ও দুগ্ধ উন্নয়ন খামার ও কৃত্রিম প্রজনন ল্যাবরেটরী প্রাঙ্গণে এক যৌথ উদ্যোগে ১৫০টি কাঁঠালের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল, পরিবেশ সংগঠন সেভ দ্য ন্যাচার অ্যান্ড লাইফ এবং উত্তরন সেভিংস অ্যান্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি, রাজশাহীর সম্মিলিত প্রচেষ্টায় আয়োজিত এ অনুষ্ঠানে গবাদি খামারের কর্মকর্তা-কর্মচারীগণও অংশগ্রহণ করেন।

রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের সভাপতি রোটারিয়ান মো: মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের প্রতিষ্ঠাতা ডীন ও রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের ডিরেক্টর রোটারিয়ান প্রফেসর ড. মো: জালাল উদ্দিন সরদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্স সুলতান ইউনিভার্সিটি, সৌদি আরবের রোটারিয়ান প্রফেসর ড. সৈয়দ শাহ আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. মো: আখতারুল ইসলাম,গবাদি ও দুগ্ধ উন্নয়ন খামার, রাজাবাড়িহাটের উপ-পরিচালক ড. ইসমাইল হক, রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ এর পাবলিক ইমেজ কো-কোঅর্ডিনেটর রোটারিয়ান ড. মো: হেমায়েতুল ইসলাম আরিফ, রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের চার্টার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান হাসিবুল হাসান নান্নু প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক রোটারিয়ান ইঞ্জি. মো: শরিফুল হক, যুগ্ম-সার্জেন্ট-অ্যাট-আর্মস রোটারিয়ান মো: সাব্বির হোসেন, কৃত্রিম প্রজনন ল্যাবরেটরী রাজাবাড়ির উপ-জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: অসীম কুমার প্রামাণিক এবং সেভ দ্য ন্যাচার অ্যান্ড লাইফ ইউথ গ্রুপের লিডার মো: জুলফিকার।

অনুষ্ঠানে বক্তারা কাঁঠাল গাছ রোপণের গুরুত্ব ও বহুমুখী উপকারিতার উপর বিশেষভাবে আলোকপাত করেন। প্রধান অতিথি প্রফেসর ড. মো: জালাল উদ্দিন সরদার এবং বিশেষ অতিথি প্রফেসর ড. সৈয়দ শাহ আলম ও প্রফেসর ড. মো: আখতারুল ইসলাম তাদের বক্তব্যে তথ্য সহকারে উল্লেখ করেন।

বক্তারা আরো বলেন পুষ্টির উৎস কাঁঠাল গাছের প্রতিটি অংশ (পাকা ও কাঁচা ফল, পাতা, বীজ) পশুখাদ্য হিসেবে অত্যন্ত পুষ্টিকর ও সহজপাচ্য। এতে প্রচুর শর্করা, ভিটামিন, খনিজ ও ফাইবার থাকে। এছাড়া গবাদিপশুর জন্য আদর্শ: পাতা ও কাঁচা ফল গবাদিপশুর (গরু, ছাগল) জন্য উৎকৃষ্ট সবুজ খাদ্য, যা দুধ ও মাংসের উৎপাদন বাড়ায়। কাঁঠাল গাছ কার্বন শোষণে কার্যকর, মাটির ক্ষয় রোধ করে এবং বায়ুদূষণ কমাতে সাহায্য করে। অন্যদিকে ফল, কাঠ ও পশুখাদ্য হিসেবে কাঁঠালের চাহিদা ও বাণিজ্যিক মূল্য রয়েছে, যা স্থানীয় অর্থনীতিতে অবদান রাখে। এছাড়া জৈববৈচিত্র্য রক্ষা: এই গাছ বিভিন্ন পাখি ও প্রাণীর আবাসস্থল ও খাদ্য সরবরাহ করে।

রোটারি পাবলিক ইমেজ কো-কোঅর্ডিনেটর ড. মো: হেমায়েতুল ইসলাম আরিফ তার বক্তব্যে সরকারি অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণের গুরুত্ব ব্যাখ্যা করে বলেন "সরকারি অফিসে রোটারি ক্লাবের গাছ লাগানোর এই উদ্যোগ একদিকে যেমন দেশের সবুজ আচ্ছাদন ও পরিবেশগত সমৃদ্ধি বৃদ্ধি করছে, তেমনই অফিসের সৌন্দর্যবর্ধনেও ভূমিকা রাখছে। একটি সবুজ ও মনোরম কার্যালয় পরিবেশ কর্মকর্তা-কর্মচারী ও আগত নাগরিকদের মানসিক প্রশান্তি দেয়, যা কর্মদক্ষতা বাড়াতে সহায়ক। অন্যদিকে, রোটারিয়ানদের এই সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সচেতনতামূলক কাজ স্থানীয় জনগণ ও প্রশাসনের সাথে ইতিবাচক সম্পর্ক তৈরির পাশাপাশি রোটারি ক্লাবের সেবা ও জনকল্যাণমূলক ইমেজকে আরও সুদৃঢ় করে তোলে। এটি রোটারির 'সেবা above self' আদর্শের প্রতিফলন ঘটায়।"

রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের নেতৃত্বে মাসব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহী জেলার বিভিন্ন স্থানে অব্যাহত থাকবে। ক্লাবের পক্ষ থেকে পরিবেশ সংরক্ষণ, প্রাণিসম্পদের পুষ্টি নিশ্চিতকরণ এবং টেকসই উন্নয়নে ভূমিকা রাখার জন্য সকলের সমর্থন ও অংশগ্রহণ কামনা করা হয়েছে।
==============