এগ্রিলাইফ২৪ ডটকম: মৃত্তিকার সেবা আরও বেশি জোরদার ও মাটি পরীক্ষার কার্যক্রম সহজ করতে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিভাগীয় কার্যালয় ও বিভাগীয় গবেষণাগার, ময়মনসিংহ অফিসের আজ শুভ উদ্বোধন করা হয়েছে। ময়মনসিংহ বিভাগের চারটি জেলা ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোণা জেলা নিয়ে এই বিভাগীয় অফিস কার্যক্রম শুরু করেছে। ময়মনসিংহ বিভাগীয় গবেষণাগারের অধীনে ময়মনসিংহ গবেষণাগার ও জামালপুর গবেষণাগার এবং বিভাগীয় কার্যালয়ের অধীনে ময়মনসিংহ কার্যালয়, জামালপুর আঞ্চলিক কার্যালয় ও নেত্রকোণা আঞ্চলিক কার্যালয় তাদের কার্যক্রম সফলভাবে পরিচালনা করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. বেগম সামিয়া সুলতানা, মহাপরিচালক, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মো: মামুনুর রহমান, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ঢাকা, মো: জয়নাল আবেদীন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, কেন্দ্রীয় গবেষণাগার, ঢাকা, উপপরিচালক (উপসচিব) আফরোজা বেগম পারুল, কৃষি বিপণন অধিদপ্তর, জেলা বীজ প্রত্যয়ন অফিসার ড.রুবিনা ইয়াসমিন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, আঞ্চলিক তথ্য কর্মকর্তা, পিআইডি, ময়মনসিংহ। আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যালয় নেত্রকোণার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোখলেছুর রহমান মুকিত, বিভাগীয় গবেষণাগার ময়মনসিংহের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম, আঞ্চলিক গবেষণাগার জামালপুরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রাফেজা বেগম, বিভাগীয় গবেষণাগার ময়মনসিংহের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো: জুনেদ মিয়া, সালমা আক্তার, বিভাগীয় কার্যালয় ময়মনসিংহের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সুমনা রাণী রায়, বৈজ্ঞানিক কর্মকর্তা মো : আবুল বাশার, মো: লুৎফল হাসান, নাসির উদ্দীন, ফারজানা আক্তারসহ অধীনস্থ অফিসসমূহের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা বিভাগীয় কার্যালয় ও বিভাগীয় গবেষণাগার, ময়মনসিংহের শুভ উদ্বোধন করেন এবং অধীনস্থ অফিসসমূহের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
তিনি বলেন, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় ও বিভাগীয় গবেষণাগার আগামী দিনে কৃষক সেবা কার্যক্রম, মাটি পরীক্ষা, মৃত্তিকা ডাটা সৃজন, সয়েল সার্ভে কার্যক্রমসহ সকল কার্যক্রম সফলভাবে পালন করবেন এবং এসআরডিআই কে এগিয়ে নিয়ে যাবেন। বিজ্ঞানীরা গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও মাঠ পর্যায়ে নিবিড়ভাবে কৃষক সেবা দিয়ে কৃষির উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কার্যালয় ময়মনসিংহের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শওকতুজ্জামান। দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী ও মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি কাঠবাদাম গাছের চারা রোপণ করেন।