কৃষি তথ্য প্রচারের একটি শক্তিশালী মাধ্যম হবে AIS-কৃষি সচিব

Category: ফোকাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: কৃষি মন্ত্রণালয়ের সচিব ডঃ মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, কৃষি তথ্য সার্ভিসকে কৃষি তথ্য প্রচারে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। কৃষি মন্ত্রণালয়ের সকল দপ্তর সংস্থার সকল তথ্য সংগ্রহ ও সম্প্রচার কৃষি তথ্য সার্ভিস করবে। এছাড়া কৃষক পর্যায়ে যে কোন তথ্য সেবা যেন সকলে পায় এটা নিশ্চিত করতে হবে। দেশের বিভিন্ন কৃষি উদ্যোক্তাদের বিশেষ করে নারী উদ্যোক্তাদের কৃষির প্রতি আগ্রহী করে গড়ে তুলতে তাদের সব ধরনের তথ্য সহায়তা কৃষি তথ্য সার্ভিসকে দেয়ার আহ্বান জানান তিনি।

আজ রাজধানীর খামারবাড়িস্থ কৃষি তথ্য তথ্য সার্ভিসের কনফারেন্স রুমে কৃষি সচিবের সাথে কৃষি তথ্য সার্ভিসের মতবিনিময় সভায় কৃষি সচিব একথা বলেন। তিনি আরও বলেন কৃষি তথ্য সার্ভিস কর্তৃক নির্মিত ডকুমেন্টারীগুলো সারাদেশের কৃষকসহ দেশের ১৮ টি কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটে দেখানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিজস্ব অনলাইন টিভি চ্যানেলের মাধ্যমে তথ্য প্রচার করতে হবে। বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য বেসরকারি টেলিভিশনের সাথে যুগপৎ কাজ করতে হবে।

কৃষি কল সেন্টারে দায়িত্বরত কর্মকর্তাগণকে উদ্দেশ্য করে তিনি বলেন ,প্রতিটি কৃষকের কলে উপসহকারী কৃষি কর্মকর্তাদের সাথে তাদের যোগাযোগের তথ্য সংগ্রহ করতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে সকল শাখাকে আধুনিকায়ন করতে প্রয়োজনে প্রকল্প বা কর্মসুচী গহণের পরামর্শ প্রদান করেন তিনি। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে প্রেক্ষিত পরিকল্পনা ২০৫০ বাস্তবায়নের মাধ্যমে কৃষি তথ্য সার্ভিস একটি অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর তথ্য প্রচারের বড় মাধ্যম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মোঃ মসীহুর রহমানের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আবু জুবাইর হোসেন বাবলু। আরও উপস্থিত ছিলেন কৃষি তথ্য সার্ভিসের প্রধান তথ্য অফিসার বি এম রাশেদুল আলম, উপপরিচালক (গণযোগাযোগ) ফেরদৌসী ইয়াসমিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন কৃষি তথ্য সার্ভিসের সদর দপ্তরস্থ ও আঞ্চলিক কার্যালয়ের প্রতিনিধিবৃন্দ।