শেকৃবিতে “ Methood Validation & Verification for Testing Laboratories” শীর্ষক ট্রেনিং এর সনদপত্র বিতরণ

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: ১০ জুলাই ২০২৫ বৃহস্পতিবার বিকাল ৫:০০ ঘটিকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগ ও এসোসিয়েশন অব টেস্টিং ল্যাবরেটরিজ বাংলাদেশ (এটিএলবি) এর যৌথ আয়োজনে ও ওয়াফেন রিসার্চ ল্যাবরেটরি লি. এর সহযোগীতায় দু’দিনব্যাপী “Methood Validation & Verification for Testing Laboratories” শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। তিনি বলেন এনালাইটিক্যাল গবেষণা প্রত্যেকটা গবেষণা প্রতিষ্ঠানের তথা দেশের উন্নতির জন্য অতিব জরুরী। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, আপনারা এই প্রশিক্ষণ লদ্ধ জ্ঞানকে দেশের জন্য কাজে লাগাবেন, তাহলে আমাদের দেশ আরও এগিয়ে যাবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ রাশেদুল ইসলাম, শেকৃবি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন।

কৃষি রসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশন অব টেস্টিং ল্যাবরেটরিজ বাংলাদেশ (এটিএলবি) এর সভাপতি মোঃ আহসান হাবিব এবং ওয়াফেন রিসার্চ ল্যাবরেটরি লি. এর পরিচালক ড. আব্দুল খালেক।

কৃষি রসায়নের অধ্যাপক ড. মোঃ তাজুল ইসলাম চৌধুরী'র সঞ্চালনায় দু’দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠানে সারাদেশের বিভিন্ন ল্যাবরেটরী থেকে ৪০ (চল্লিশ) জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।