খামারিদের পাশে এজি এগ্রো: উৎপাদন বৃদ্ধির কৌশল শিখলেন ব্রাহ্মণবাড়িয়ার খামারিরা

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: আজ সোবার (১৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর উদ্যোগে খামার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রায় ৪০ জন খামারি অংশ নেন। অনুষ্ঠানে হাঁস-মুরগি ও গবাদি পশু পালন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন ডা: মো: শাহাদাত হোসেন, টেকনিক্যাল হেড, এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ সময় উপস্থিত ছিলেন কৃষিবিদ ভবেশ চন্দ্র রায় ও কৃষিবিদ প্রশান্ত কুমার, টেকনিক্যাল ম্যানেজার, প্রতিষ্ঠানটির আরও কয়েকজন কর্মকর্তা।

কর্মশালায় হাওর এলাকার হাঁস খামারিদের জন্য বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষজ্ঞরা জানান, হাওর অঞ্চলের খামারিরা হাঁস পালনে যত্নবান হলেও আধুনিক কৌশল অনুসরণ করলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। পাশাপাশি চলতি মৌসুমে পোল্ট্রি ও গবাদি পশুপালনে করণীয় নিয়েও বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।

অংশগ্রহণকারী খামারিরা কর্মশালা শেষে সন্তোষ প্রকাশ করে বলেন, "আমরা মাঠ পর্যায়ে অনেক সমস্যার সম্মুখীন হই। আজকের কর্মশালায় বিশেষজ্ঞদের কাছ থেকে যেসব কারিগরি পরামর্শ পেলাম, তা আমাদের জন্য খুবই উপকারী হবে। বিশেষ করে হাঁসপালন ও রোগ প্রতিরোধ নিয়ে দিকনির্দেশনা আমাদের খামারের উন্নয়নে সহায়ক হবে।"

এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড জানায়, ভবিষ্যতেও এ ধরনের কর্মশালা ও প্রশিক্ষণ অব্যাহত থাকবে।