RRP এগ্রোর সিইও ডা. জুয়েল কাদির, সাফল্যের পথে নতুন যাত্রা

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: আর আর পি (RRP) এগ্রো ফার্মস-এর নতুন সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মোহাম্মদ জুয়েল কাদির। গত ৪ তারিখ অক্টোবর কোম্পানী তাকে এ নিয়োগ প্রদান করে। ডা. কাদিরের নেতৃত্বে RRP এগ্রো ফার্মস আরও শক্তিশালী ও দক্ষভাবে কাজ করবে বলে আশা করছেন প্রতিষ্ঠানটির কর্তপক্ষ সহ সর্বস্তরের কর্মকর্তারা।

ডা. মোহাম্মদ জুয়েল কাদিরের পেশাগত অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ। তিনি আগের দায়িত্বে আকিজ এগ্রো ফিড লিমিটেডে ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) হিসেবে কাজ করেছেন, যেখানে তিনি একটি বড় সেলস টিম ও মার্কেটিং পেশাজীবীদের নেতৃত্ব দিয়েছেন এবং ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেছেন।

নতুন দায়িত্বে তিনি RRP এগ্রো ফার্মস-এর উন্নয়ন ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করছেন সংশ্লিস্টরা।প্রতিষ্ঠানটির লক্ষ্য কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ও দক্ষ ব্যবস্থাপনা প্রবর্তনের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করা।

আর আর পি এগ্রো ফার্মস-এর সিইও হিসেবে ড. মোহাম্মদ জুয়েল কাদিরের নিয়োগ প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করেন সকলে।