আগাতা ফিড মিল লিমিটেডে ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: দেশের অন্যতম খ্যাতনামা ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান আগাতা ফিড মিল লিমিটেড যোগ্য প্রার্থীদের নিয়োগ দিচ্ছে। প্রতিষ্ঠানটি তাদের সম্প্রসারিত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ ও এরিয়া ম্যানেজার পদে যোগ্য প্রার্থী খুঁজছে।

প্রতিষ্ঠানটির দেওয়া তথ্যে জানা গেছে, কর্মস্থল হবে কক্সবাজার। প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক বা ডিভিএম (Doctor of Veterinary Medicine) এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বেশি বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থীদের দেওয়া হবে আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা।

প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, “আমরা এমন প্রার্থীদের খুঁজছি যারা প্রাণিসম্পদ ও ফিড সেক্টরে দক্ষ, পরিশ্রমী এবং মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা রাখেন। আগাতা ফিড মিল লিমিটেড যোগ্য প্রার্থীদের জন্য একটি চমৎকার ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি করছে।”

আগ্রহী প্রার্থীদেরকে আত্মবিশ্বাসের সঙ্গে জীবনবৃত্তান্ত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। ইমেইল- This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. অথবা কল করুন- 01713-553007.