গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস করেছে এসিআই মটরস লিমিটেড

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

বিজনেস ডেস্ক: একদিনে একসাথে ৩৫০টি কৃষি যন্ত্র ট্রাক্টর হস্তান্তর করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস করেছে দেশের প্রতিষ্ঠান এসিআই মটরস লিমিটেড। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণের অগ্রগতি ও অর্জন তুলে ধরাই এ আয়োজন।

সোমবার ২৭ অক্টোবর দিনাজপুর সদরের গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজন করা হয়। “সোনালীকার বিশ্বজয়” প্রতিপাদ্য নিয়ে একযোগে ৩৫০ টি সোনালীকা ট্রাক্টর কৃষকদের নিকট হস্তান্তর করা হয়। যার তথ্য ও প্রয়োজনীয় প্রমাণাদি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়। রবিবার সন্ধ্যায় বিশ্ব রেকর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে সংস্থাটি।

এই আয়োজনের উদ্দেশ্য বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, একক অনুষ্ঠানে সর্বাধিক সংখ্যক ট্রাক্টর হস্তান্তরের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করা। কৃষিকে বাংলাদেশের অর্থনীতির মেরুদন্ড বলা হয়। তাই দেশের কৃষির উন্নয়ন এবং কৃষকদের উদ্দীপনা সৃষ্টি করতে এ আয়োজন করা হয়েছে। বিশ্বমঞ্চে বাংলাদেশের কৃষির সক্ষমতাকে উজ্জ্বলভাবে উপস্থাপন করাই অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিআই মটরস এর ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ট্রাক্টরস লিমিটেডের ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব সাক্সেনা, এসিআই মটরস এর চীফ বিজনেস অফিসার মোঃ আসিফ উদ্দীন, বিজনেস ডাইরেক্টর আজম আলী, ডেপুটি বিজনেস ডাইরেক্টর খাইরুল আহসান ও দিনাজপুর জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম।

এ বিষয়ে এসিআই মটরস লিমিটেড সুব্রত রঞ্জন দাস বলেন, কৃষি যান্ত্রিকীকরণের দেশের শীর্ষ প্রতিষ্ঠান হিসাবে দেশের কৃষকদের সম্মান ও মর্যাদা বৃদ্ধিতে কাজ করছে এসিআই। এদেশে কৃষকদের নিয়ে উদ্দীপনার অভাব দেখা যাই। কৃষক ও কৃষিকে উদ্দীপ্ত করতেই ট্র্যাক্টর হস্তান্তরে গিনেস বিশ্ব রেকর্ডের এ আয়োজন। বাংলাদেশের কৃষকরা যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এ অংশ নিতে পারে তা দেখলো বিশ্ববাসী। কৃষকের জীবনমান উন্নয়ন ও দেশের কৃষিকে আধুনিকায়ন করতে সব সময় অগ্রণী ভূমিকা পালন করছে এসিআই।

জানা গেছে, চলতি বছর সোনালীকার সঙ্গে এসিআই ১৮ বছরের যৌথ যাত্রা উদযাপন করছে। বিশ্ব রেকর্ডের এ আয়োজনে সোনালীকা ট্রাক্টরের সবচেয়ে বড় লোগো প্রদর্শনী করা হয়।

এ বিষয়ে এসিআই মোটরস এর ডেপুটি বিসনেস ডাইরেক্টর আসিফ ফয়সাল রুমি জানান, বাংলাদেশে সোনালীকা ট্রাক্টর ইতোমধ্যে ৩৫ হাজারেরও বেশি বিক্রির মাধ্যমে দেশের কৃষকদের আস্থা অর্জন করেছে। এসিআই বর্তমানে দেশের ট্র্যাক্টর বাজারের ৫০ শতাংশেরও বেশি মার্কেট শেয়ার অর্জন করেছে। আমাদের এই উদ্যোগ কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তির সুবিধা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের কৃষিতে নতুন উদ্দীপনা তৈরি করবে এই আয়োজন।