একাগ্রতা ও নিষ্ঠার দৃষ্টান্ত: অর্ধ মেট্রিক টন থেকে ৩০০ মেট্রিক টন-"বিসমিল্লাহ ব্রয়লার হাউসের অনন্য সাফল্য"

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: মাত্র অর্ধ মেট্রিক টন প্লানেট ফিড বিক্রি দিয়ে ১২ বছর আগে যাত্রা শুরু করেছিল কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার “বিসমিল্লাহ ব্রয়লার হাউস”। খামারিদের অকুণ্ঠ ভালোবাসা, মানসম্মত ফিড ও একদিন বয়সী বাচ্চা সরবরাহ, এবং প্লানেট গ্রুপের কারিগরি ও সার্বিক সহযোগিতায় আজ তারা পৌঁছে গেছে এক অনন্য উচ্চতায়। বর্তমানে তাদের মাসিক ফিড বিক্রি ৩০০ মেট্রিক টনেরও বেশি। পোল্ট্রি শিল্পে এটি এক অনুকরণীয় সাফল্যের দৃষ্টান্ত।

এই অসামান্য অর্জনকে ঘিরে সম্প্রতি এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করে প্লানেট ফিড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্লানেট গ্রুপের ডিরেক্টর মোসলেহ উদ্দিন। তিনি বিসমিল্লাহ ব্রয়লার হাউসের কর্ণধার জনাব জাহিদকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

মোসলেহ উদ্দিন বলেন,“শত প্রতিকূলতা ও চড়াই-উৎরাই পেরিয়ে বিসমিল্লাহ ব্রয়লার হাউস প্লানেট গ্রুপের সাথে থেকে আজ এই অবস্থানে পৌঁছেছে। একাগ্রতা, নিষ্ঠা আর মানের প্রতি অটল থাকা তিনটি গুণই সাফল্যের মূল চাবিকাঠি। বিসমিল্লাহ ব্রয়লার হাউস তার উজ্জ্বল উদাহরণ।”

অনুষ্ঠানে আগত খামারিরা বলেন, প্লানেট গ্রুপের উৎপাদিত ফিড ও একদিন বয়সী বাচ্চা তাদের খামারকে টেকসই করতে বিশেষ ভূমিকা রেখেছে। পাশাপাশি বিসমিল্লাহ ব্রয়লার হাউসের জহির ভাই সবসময় তাদের পাশে থেকেছেন, যা খামারিদের আত্মবিশ্বাস ও সাফল্যে প্রেরণা যুগিয়েছে। তারা আশা প্রকাশ করেন, প্লানেট গ্রুপ ভবিষ্যতেও তাদের এই মান ও সেবার ধারাবাহিকতা বজায় রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ রাশেদুজ্জামান মিয়া, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, তাড়াইল, কিশোরগঞ্জ। এছাড়া কোম্পানীর সিনিয়র জিএম শামিম আল মামুন এবং ডিজিএম ডা. মঞ্জুরুল হক মজুমদার সহ এলাকার বিপুল সংখ্যক খামারী ও গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।