
এগ্রিলাইফ২৪ ডটকম:সাতক্ষীরার তালায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীস্থলের বিভিন্ন স্টলের মধ্যে আধুনিক প্রযুক্তিনির্ভর গরুর খামার স্টলে ছিল উপচে পড়া ভিড়। প্রযুক্তিনির্ভর গরু পালন পদ্ধতি, স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্ন উৎপাদন সম্পর্কে জানতে দর্শনার্থীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
বুধবার (২৬ নভেম্বর) তালা শিল্পকলা একাডেমী চত্বরে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা যায়, প্রদর্শনীস্থলে টিন দিয়ে তৈরি ঘর, ঘরে পানি সাশ্রয়ী মাল্টিহেড ফগার, অটো ড্রিংকার, সোলার চালিত ফ্যান, স্বচ্চ প্লাষ্টিকের ঢেউটিন ব্যবহারের মাধ্যমে দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার; পাশে গোবর রাখার নির্দিষ্ট স্থান, বায়োগ্যাস ও ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রযুক্তিসহ একটি আধুনিক খামারের আদল তৈরি করা হয়েছে। এসব দেখে দর্শনার্থীরা প্রযুক্তিনির্ভর খামারের সার্বিক ধারণা কাছ থেকে বুঝতে পারেন।
দর্শনার্থী সুমন সরদার বলেন, “এ ধরনের আধুনিক প্রযুক্তিভিত্তিক খামার আগে দেখিনি। কম খরচে বেশি উৎপাদন, খামার পরিচ্ছন্ন রাখা এবং স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার বিষয়গুলো দেখে অনেক কিছু শিখলাম।”
উন্নয়ন প্রচেষ্টার প্রাণিসম্পদ কর্মকর্তা পারভেজ রানা জানান উন্নত প্রযুক্তি এবং কারিগরি সেবা পেলেই প্রাণিসম্পদের টেকসই উন্নয়ন সম্ভব।