“জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫” প্রাণিসম্পদ প্রজনন কর্মসূচি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে এসিআই এনিমেল জেনেটিক্স

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

রাজধানী প্রতিনিধি: জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত প্রদর্শনী ও মেলার সমাপনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ প্রজনন কর্মসূচি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে দেশের প্রজনন প্রযুক্তি ও প্রাণিসম্পদ উন্নয়নের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান এসিআই এনিমেল জেনেটিক্স। রাজধানীতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ড. মোঃ মোখলেস উর রহমান–এর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের বিজনেস ডিরেক্টর মোজাফফর উদ্দিন আহমেদ। দেশের প্রাণিসম্পদ খাতে হাজারো প্রদর্শনী স্টলের মধ্যে অত্যাধুনিক প্রযুক্তি, মাঠ পর্যায়ের কার্যক্রম এবং উচ্চমানের সেবাসমূহ উপস্থাপনার মাধ্যমে এসিআই এনিমেল জেনেটিক্স যে সবার নজর কাড়তে সক্ষম হয়েছে এটি নিঃসন্দেহে তাদের জন্য একটি অবিস্মরণীয় অর্জন।

পুরস্কার অর্জনের অনুভূতি ব্যক্ত করে বিজনেস ডিরেক্টর মোজাফফর উদ্দিন আহমেদ বলেন,, হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে আসা প্রতিষ্ঠানটি আজ দেশের দুধ ও মাংস উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাদের উৎপাদিত উচ্চ গর্ভধারণ ক্ষমতাসম্পন্ন সিমেন ব্যবহার করে প্রান্তিক থেকে বাণিজ্যিক পর্যায়ের খামারিগণ অধিক দুধ ও মাংস উৎপাদনে বাস্তব সাফল্য অর্জন করছেন। দেশের গাভীর জাত উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এসিআই জেনেটিক্স দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানসম্পন্ন ষাঁড়ের সিমেন উৎপাদন করছে, যা খামারিদের আস্থা ও চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বর্তমানে এসিআই-এর প্রায় তিন হাজারের অধিক কৃত্রিম প্রজনন কর্মী বিভিন্ন অঞ্চলে মাঠপর্যায়ে কাজ করছেন, যারা এসিআই থেকে প্রাতিষ্ঠানিক ও ব্যবহারিক প্রশিক্ষণ নিয়ে নিজেদের কর্মজীবনে স্বাবলম্বী হয়েছেন। তাদের দক্ষতা এবং প্রতিনিয়ত মাঠপর্যায়ের সেবার মাধ্যমেই এসিআই এনিমেল জেনেটিক্স খামারি বাড়িতে বাড়িতে জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে প্রান্তিক খামারিরা এসিআই-এর সঠিক দিকনির্দেশনা মেনে রেকর্ড কিপিং, মানসম্মত সিমেন, দ্রুত সেবা এবং খামারিবান্ধব সহায়তা পেয়ে আজ আরও স্বাবলম্বী ও উৎপাদনশীল।

নিরাপদ ও উন্নত প্রাণিজামিষের চাহিদা পূরণে, জাত উন্নয়ন থেকে শুরু করে মাঠপর্যায়ে প্রযুক্তিগত সহায়তা পর্যন্ত প্রতিটি ধাপে এসিআই এনিমেল জেনেটিক্সের অবদান সত্যিই অতুলনীয়। এই প্রথম স্থান অর্জন তাদের কাজের প্রতি আস্থা ও দায়িত্ব আরও বাড়িয়ে দিলেও প্রতিষ্ঠানটি জানায় দেশের প্রাণিসম্পদ সেক্টরকে আরও এগিয়ে নিতে, বিশেষ করে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধিতে তারা সর্বদা খামারিদের পাশে থাকবে।