নতুন বছরে নতুন উদ্যম: নেপালে Bio Care Agro Ltd-এর বাৎসরিক সেলস্ কনফারেন্স ২০২৪-২৫

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: Bio Care Agro Ltd. পরিবারের উদ্যোগে নেপালে অত্যন্ত সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে নেপাল ট্যুর ও বাৎসরিক সেলস্ কনফারেন্স ২০২৪-২৫। মূলত বিগত বছরের অর্জন ও সাফল্যের উদযাপন, অন্যদিকে নতুন বছরকে সামনে রেখে নতুন উদ্যম, লক্ষ্য ও কর্মপ্রেরণার অঙ্গীকার নিয়ে তারা এর আয়োজন করে। বিগত ১৩ই ডিসেম্বর থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত চার দিনের এই ব্যতিক্রমধর্মী ভ্রমণ ও সম্মেলনে বিজনেস পার্টনার ও কর্মকর্তা সহ মোট ৩০ জন অংশগ্রহণ করেন।

১৩ই ডিসেম্বর সন্ধ্যায় হিমালয় কন্যা নেপালের রাজধানী কাঠমান্ডুর থামেল এলাকায় অবস্থিত অভিজাত Yatri Suites & Spa-এ অনুষ্ঠিত হয় সম্মেলনের মূল পর্ব। এতে চলতি অর্থবছরের ব্যবসায়িক অগ্রগতি, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. সাখাওয়াত হোসেন এবং চেয়ারম্যান জনাব রওশন জাহান। তাঁরা নানা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাঁরা বলেন, Bio Care Agro সবসময় খামারিবান্ধব কার্যক্রম পরিচালনা করে টেকসই প্রাণিসম্পদ উন্নয়নে অবদান রাখতে চায়। তাঁরা নতুন বছরে খামারিদের উন্নয়ন, উন্নত এনিমেল হেলথ সল্যুশন এবং ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন।

সম্মেলনের পাশাপাশি অংশগ্রহণকারীরা নেপালের পাহাড়, সংস্কৃতি ও মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। কোম্পানির কর্মকর্তারা অনুভূতি প্রকাশ করে বলেন, এই ভ্রমণ শুধু একটি ট্যুর নয়, বরং ব্যস্ত কর্মজীবনের মাঝে একে অপরকে আরও কাছ থেকে জানার সুযোগ। আমাদের সকলের বন্ধনকে আরও শক্তিশালী করার মাধ্যম এবং নতুনভাবে কাজের অনুপ্রেরণা পাওয়ার একটি স্মরণীয় অভিজ্ঞতা। তাঁদের মতে, Bio Care Agro Ltd পরিবার হিসেবে যে আন্তরিকতা ও সম্মান দেখিয়েছে, তা ভবিষ্যতে আরও দায়বদ্ধতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রেরণা জোগাবে।

সবমিলিয়ে, নেপালের এই Yearly Sales Conference ও ট্যুর Bio Care Agro Ltd-এর জন্য নতুন বছরের পথচলায় এক শক্ত ভিত্তি তৈরি করেছে। সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে, খামারিদের উন্নয়ন ও প্রাণিসম্পদ খাতের অগ্রগতিতে Bio Care Agro Ltd নতুন উদ্যমে কাজ করবে এই প্রত্যয় নিয়েই সম্মেলনের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য যে, শুধুমাত্র চলতি বছরেই Bio Care Agro Ltd প্রাণিকল্যাণে ব্যবহারের জন্য ৯টি নতুন প্রোডাক্ট বাংলাদেশে সফলভাবে সংযোজন করেছে। সম্মেলনে বিগত বছরে অসাধারণ অবদান রাখা কর্মকর্তাদের সম্মাননা জানানো হয় ও পুরস্কৃত করা হয়।