
এগ্রিলাইফ২৪ ডটকম: আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, পাবনা’র প্রশিক্ষণ হল রুমে “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি প্রকল্প” এর আওতায় দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ পরিচালক মো: জাহাঙ্গীর আলম প্রামানিক।প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালয়ের উপসচিব মো: আলী কবীর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক জনাব তালহা জুবাইর মাসরুর।
প্রকল্প পরিচালক তার পাওয়ারপয়েন্টে উপস্থাপনার প্রকল্পের বিভিন্ন দিন তুলে ধরেন। তার মধ্যে তিনি বলেন এই প্রকল্পের উদেশ্য হচ্ছে উৎপাদন মৌসুমে সবজি সংরক্ষণের অভাবে যেন কৃষকগণ ক্ষতির মুখে না পরে। বরং কিছুদিন সংরক্ষণ করে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারে। তাই কৃষকের কথা চিন্ত করে এই প্রকল্প পাইলোটিং হিসেবে সাড়া বাংলাদেশে ১০০টি মিনি কোল্ড স্টোরেজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বলেন এই প্রশিক্ষণের মুখ্য উদ্দেশ্য হচ্ছে জলবায়ু পরিবর্তনে, ফসল উৎপাদনে এবং বাজার ব্যবস্থাপনার সাথে জড়িত সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনদের দক্ষ মানব সম্পদে রুপান্তর করা ও কৃষিকে লভজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা।
পরিশেষে সভাপতি তার সমাপনী বক্তব্যে উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকল কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, কৃষক, সাংবাদিক, কৃষক প্রতিনিধিকে প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রশিক্ষণের অর্জিত জ্ঞান কাজে লাগানোর উদ্বাত্ত আহ্বান জানিয়ে উক্ত প্রশিক্ষণের সমাপনী ঘোষনা করেন।