
রাজধানী প্রতিনিধি: বাংলাদেশের পোল্ট্রি শিক্ষা ও গবেষণাকে আরও গতিশীল করতে ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন–বাংলাদেশ ব্রাঞ্চ (WPSA-BB) এর উদ্যোগে WPSA-BB Research Grant Award–2025 সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন কৃষি ও ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পোল্ট্রি শিক্ষায় শিক্ষিত ১১ জন মেধাবী স্নাতকোত্তর শিক্ষার্থীকে প্রত্যেককে এক লক্ষ টাকা করে WPSA-BB Master’s Research Grants 2025 প্রদান করা হয়, যা পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাতে গবেষণায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার রূপায়ণ শপিং স্কয়ারে অবস্থিত WPSA-BB সেক্রেটারিয়েটে আয়োজিত গ্র্যান্ট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন WPSA-BB-এর সভাপতি জনাব শামসুল আরেফিন খালেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গবেষণা অনুদানের চেক হস্তান্তর করেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে পোল্ট্রি শিল্পের টেকসই উন্নয়নের জন্য বাস্তবভিত্তিক ও প্রয়োজননির্ভর গবেষণা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে WPSA-BB-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়জুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ তৌহীদ হোসেন, প্রফেসর ড. মো. ইলিয়াস হোসেন, ড. মো. শওকত আলী, ড. মোহাম্মদ আবদুস সামাদ, মো. মাহাবুব হাসান, মো. আবদুর রহমান, মো. জাকারিয়া ইসলাম, ডা. মো. রাকিবুর রহমান ও ডা. বিপ্লব কুমার প্রামানিকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া অনুদানপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের গবেষণা তত্ত্বাবধায়ক এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
WPSA-BB নেতৃবৃন্দ বলেন, পোল্ট্রি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ যেমন উৎপাদন দক্ষতা, রোগব্যবস্থাপনা, পুষ্টি, বায়োসিকিউরিটি ও টেকসই খামার ব্যবস্থাপনা এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে গবেষণা পরিচালনা করা সময়ের দাবি। সেই লক্ষ্যকে সামনে রেখেই WPSA-BB ধারাবাহিকভাবে এ ধরনের গবেষণা সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা আশা প্রকাশ করেন, এই অনুদান দেশের তরুণ গবেষকদের গবেষণায় আরও উৎসাহিত করবে এবং এর মাধ্যমে বাংলাদেশের পোল্ট্রি শিল্প আরও সমৃদ্ধ ও বিজ্ঞানভিত্তিকভাবে বিকশিত হবে।
এই গবেষণা অনুদান কার্যক্রমে পৃষ্ঠপোষকতা প্রদান করে দেশের শীর্ষস্থানীয় পোল্ট্রি ও অ্যানিম্যাল হেলথ প্রতিষ্ঠানসমূহ আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড, প্যারাগন গ্রুপ, এ্যভন অ্যানিম্যাল হেলথ, নারিশ পোল্ট্রি ও রেনাটা পিএলসি। শিল্প ও একাডেমিয়ার এই সমন্বিত উদ্যোগ গবেষণাভিত্তিক পোল্ট্রি শিল্প উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করেন সুধীজনেরা।