খরিপ-১/২০২৬-২৭ মৌসুমের কর্মপরিকল্পনা নিয়ে রাজশাহীতে জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

মো: এমদাদুল হক:রাজশাহীকৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল সোমবার ১২ জানুয়ারি সকাল ১০টায় রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের সম্মেলন কক্ষে খরিপ-১/২০২৬-২৭ মৌসুমের মৌসুমের কর্মপরিকল্পনা নিয়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ নাসির উদ্দিন এতে রাজশাহী জেলার কৃষি সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তা, বিসিআইসি সার ডিলার, কীটনাশক ডিলার কৃষি উদ্যোক্তা ও অন্যান্য অংশীজন সভায় উপস্থিত ছিলেন।

সভায় উল্লিখিত জেলার খরিপ-১ মৌসুমের কর্মপরিকল্পনার উপস্থাপনা ও বিস্তারিত বিশ্লেষণ আলোচনা করা হয়। এতে কৃষি গবেষণা ইনস্টিটিউট, বিএডিসি, বীজ প্রত্যয়ন এজেন্সি, বিএমডিএ, হর্টিকালচার সেন্টার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, ফল গবেষণা ইনস্টিটিউট মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এবং কৃষি তথ্য সার্ভিসসহ বিভিন্ন দপ্তরের কর্মকৌশল উপস্থাপন করেন।

সভাপতির বক্তব্যে কৃষিবিদ মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ফসল উৎপাদনের মাধ্যমে জমির অপচয় রোধ করে অধিক ফলন নিশ্চিত করতে হবে। গবেষণা প্রতিষ্ঠানগুলোকে অধিক ফলনশীল, রোগবালাই প্রতিরোধী ও উন্নত জাত উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে, উপজেলা কর্মকর্তাদের নিয়মিত সার ও বীজ ডিলারের কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করারা জন্য বিশেষ তাগিদ প্রদান করে। গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন এবং মাঠ পর্যায়ে তা পর্যবেক্ষণ করার জন্য নির্দেশনা প্রদান করে।

তিনি আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও কৃষিভিত্তিক অর্থনৈতিক উন্নয়নে কৃষি কার্যক্রম সম্প্রসারণে সকলে মিলে কাজ করতে হবে।

সভায় খাদ্য উৎপাদন, বিপণন ও কৃষির সম্ভাবনা নিয়ে মুক্ত আলোচনাও অনুষ্ঠিত হয়।