পটুয়াখালীতে কেনাফ ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

নাহিদ বিন রফিক (বরিশাল): পটুয়াখালীর কলাপাড়ায় কেনাফ ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় উপজেলার পাখিমারায় পাট গবেষণা উপকেন্দ্রের উদ্যোগে এই মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম মোস্তফা।

উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল্লাহ আল বাক্কীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজেআরআইর প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হারুন অর রশিদ এবং পার্টনার প্রোগ্রামের (বিজেআরাই অঙ্গ) ফোকাল পার্সন নাইয়ার সুলতানা। অনুষ্ঠানে বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আতিক হাসান, কৃষক সোহবার নাজির অন্যদের মধ্যে বক্তব্য রাখেন।

মাঠ দিবসে ড. মো. গোলাম মোস্তফা বলেন, উপকূলীয় অঞ্চল হচ্ছে একটি সম্ভাবনাময় এলাকা। এখানে পার্টনার প্রোগ্রামের মাধ্যমে একটি নতুন লবণাক্ত সহিষ্ণু কেনাফের জাতটি উদ্ভাবিত হবে, যা দক্ষিণাঞ্চলের কৃষকের জীবনমান উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখবে। পাশাপাশি পরিবেশকে দিবে সুরক্ষা । অনুষ্ঠানে ৭০ জন কৃষক অংশগ্রহণ করেন। এদিকে ৭ জুলাই বিকেলে কুয়াকাটায় অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হয়।