পাবনায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা সফলভাবে সমাপ্ত

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

মোঃ গোলাম আরিফ: “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই ২০২৫ বিকাল ৩.৩০ টায় পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মোঃ তৌহিদ ইকবাল, উপপরিচালক, এনএসআই, মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ও মোঃ আনিসুর রহমান, সভাপতি, জেলা নার্সারি মালিক সমিতি, পাবনা।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খাদ্য পুষ্টি ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৈশিক জলবায়ুর প্রভাবে বাংলাদেশকে রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও সঠিক পরিচর্যা করা প্রয়োজন। এতে পরিবেশের ভারসাম্য রক্ষাসহ ফলমূল ও বনজ দ্রব্যে দেশকে স্বনির্ভর করে তুলবে। ব্যক্তি ও পরিবারের আর্থিক উন্নয়নে অবদান রাখবে। দেশের অর্থনীতি ও জনজীবনে স্বাচ্ছন্দ আনার জন্য আমাদের প্রত্যেকের প্রতিবছর অন্তত তিনটি করে বৃক্ষরোপণ ও এর সঠিক পরিচর্যার প্রতি গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ পাবনা’র যৌথ আয়োজনে জেলার নার্সারী মালিকেরা ২২টি স্টলে বাহারি রকমের ফুল ও ফলের চারা, বনসাই নিয়ে মেলায় অংশগ্রহণ করেছেন। সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ২০২৫ এ ২৬,৭৯০ টি বিভিন্ন প্রকার চারা বিক্রয় হয়েছে। আলোচনা অনুষ্ঠান শেষে মেলা অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও স্টল মালিকদের সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়। বৃক্ষমেলায় বৃক্ষপ্রেমী ও ক্রেতার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।