রাজধানী প্রতিবেদক: কৃষি উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠান কৃষিবিদ সীড লিমিটেড ও গ্লোরিয়াস ক্রপ কেয়ার লিমিটেড-এর যৌথ বার্ষিক কাজের মূল্যায়ন ও নতুন অর্থবছরের বাজেট সভা আজ রবিবার (২০ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। সভায় বিগত বছরের সেলস পারফরম্যান্স বিশ্লেষণ, ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ এবং উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং কৃষিবিদ সীড লিমিটেড-এর চেয়ারম্যান ড. মোঃ আলী আফজাল সেরা সেলস কর্মকর্তাদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন। তিনি তার বক্তব্যে বলেন, "বাংলাদেশের কৃষিকে এগিয়ে নিতে দক্ষ, উদ্যমী ও সৎ পেশাজীবীদের প্রয়োজন। আমাদের দলের প্রতিটি সদস্য কৃষির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, যার ফলেই আজ আমরা এই অবস্থানে পৌঁছেছি।"
অনুষ্ঠানে কৃষিবিদ সীড-এর ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ শরীফ মোঃ তসলিম রেজা আগামী বছরের কাজের প্রতি নব উদ্যোমে মনোনিবেশ করার আহ্বান জানান সকল সেলস টিম সদস্যদের। তিনি বলেন, "আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ রয়েছে। প্রযুক্তিনির্ভর ও কৃষক-কেন্দ্রিক চিন্তাভাবনার মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।"
অনুষ্ঠানের শেষাংশে, সিনিয়র কর্মকর্তা ও জোনাল ম্যানেজারদের উপস্থিতিতে মরিচের দুটি নতুন জাত “অগ্নি ১২২” এবং “ঝলক প্লাস”-এর মোড়ক উন্মোচন করা হয়। এসব জাত কৃষকদের জন্য অধিক ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন বলে জানানো হয়।
সারা দেশের কৃষি খাতে আরও গতিশীলতা আনতে কৃষিবিদ গ্রুপ ও এর অঙ্গপ্রতিষ্ঠানগুলো একযোগে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এই আয়োজন শেষ হয়।