রাজধারী প্রতিনিধি: ডায়মন্ড এগ লিমিটেডের সৌজন্যে এবং প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস), বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি সোসাইটি (বাহাস)-এর পৃষ্ঠপোষকতায় আজ শুক্রবার (১০ অক্টোবর) বিনামূল্যে ডিম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিশ্ব ডিম দিবসের অনুষ্ঠান ও আলোচনা শেষে ডিম বিতরনের সময় উপস্থিত ছিলেন ডিএলএস মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, ডায়মন্ড এগ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জামান মেজবা, প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস)-এর উর্ধতন কর্মকর্তবৃন্দ ও বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রি সোসাইটি (বাহাস)-এর অন্যান্য নেতৃবৃন্দ।