হবিগঞ্জ সদরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: হবিগঞ্জ সদরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। ২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় এই সার ও বীজ বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই সার ও বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব এ, কে, এম মাকসুদুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সন্দ্বীপ তালুকদার।

অনুষ্ঠানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বাসাবাড়িতে উৎপাদনযোগ্য শাক-সবজির (ইনব্রিড ও হাইব্রিড) বীজ ও সার বিতরণ করা হয়।