শাজাহানপুরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেওয়ার অভিযোগ

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে গোহাইল ইউনিয়নের আগড়া পশ্চিম পাড়া গ্রামে এক কৃষকের ২৪ শতক জমির আধা-পাকা ধান রাতের আঁধারে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে গত রবিবার (২৬ অক্টোবর) গভীর রাতে। বিষয়টি নজরে আসে সোমবার (২৭ অক্টোবর) সকালে, এরপর ভুক্তভোগী কৃষক শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মোবারক আলীর ছেলে আবু হায়েব বুলু ক্রয় সূত্রে প্রাপ্ত ওই জমিতে চলতি মৌসুমে আমন ধান চাষ করেছিলেন। চারা রোপণ থেকে নিয়মিত পরিচর্যা করে ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এমন সময় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষরা রাতের আঁধারে তার জমির আধা-পাকা ধান কেটে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় আবু হায়েব বুলু একই গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে আফসার আলী (৬০), মাহমুদ আলী (৫৭), ঠান্ডু মিয়া (৬২), হামেদ আলী (৫৫), নুরুল ইসলাম (৫০) সহ মোট সাতজনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তবে অভিযুক্তদের পরিবারের সদস্যরা অভিযোগ অস্বীকার করে বলেন, জমিটি নিয়ে আমাদের মামলা চলমান। এটি আমাদের পৈতৃক সম্পত্তি। তাই আমরা আমাদের জমির ধান কেটেছি।

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ধান কাটার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।