
নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের মুলাদীতে ব্রি ধান১০৩’র নমুনা শস্য কর্তন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল উপজেলার চরলক্ষিপুর গ্রামে কৃষি অফিসের উদ্যোগে নবান্ন উৎসব পালন করা হয়। উপজেলা কৃষি অফিসার মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নিজাম উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা, কৃষি স¤প্রসারণ অফিসার হারুন-উর-রশীদ, সহকারী কৃষি স¤প্রসারণ কর্মকর্তা উম্মে সালমা প্রমুখ।
উৎসবের অংশ হিসেবে পিএফএস ভুক্ত কৃষকদের মাঝে রশি টানাটানি খেলার অয়োজন করা হয়। পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, চরলক্ষিপুরের কৃষকরা অনেক অগ্রগামী। ফসলের নতুন জাত ও প্রযুক্তি গ্রহণে তাদের বেশ আগ্রহ দেখা যাচ্ছে। এখানে সবাই মিলে ব্রি ধান১০৩ কর্তন করলাম। কৃষকরা খুবই খুশি। চাষিদের উৎসাহিত করার জন্য তাদের উঠোনে এসে আমরা নবান্ন উৎসব করলাম।
উপজেলা কৃষি অফিসার মো. মনিরুল ইসলাম বলেন, এখানে পার্টনার প্রকল্পের কৃষকদের মাধ্যমে ব্রি ধান১০৩ আবাদ করা হয়েছে। ফলনও হয়েছে ভালো। আল্লাহর রহমতে আশানুরুপ ফলন পেয়ে কৃষকরা বেশ খুশি। কৃষকদের উৎসাহিত করার জন্যই আমাদের এই ব্যতিক্রমী আয়োজন।
কৃষক নজরুল ইসলাম বলেন, ব্রি ধান১০৩’র ফলন দেখে উপস্থিত অন্য কৃষকদের মধ্যে সাড়া জাগিয়েছে। এই ধানের বীজ নেওয়ার জন্য ইতোমধ্যে অনেকেই যোগাযোগ করছেন। প্রকল্প থেকে সরবরাহকৃত ড্রামে আমি বীজ সংরক্ষণ করব। কৃষকদের নিয়ে প্রথমবারের মত নবান্ন উৎসব করায় তিনি কৃষি বিভাগকে ধন্যবাদ জানান ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, ডিএই, বিএডিসি এবং পরিসংখ্যান অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং পার্টনার প্রকল্পের আওতাধীন কৃষক মিলে শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।