সিলেটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী'২৫ অনুষ্ঠিত

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: "দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদ হবে উন্নতি" এই স্লোগানকে সামনে রেখে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আজ বুধবার (২৬ নভেম্বর) জেলা ও সদর উপজেলা প্রশাসন এবং জেলা ও সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, সিলেটের যৌথ উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় " জাতীয় প্রানিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ " সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রদর্শনী ও আলোচনা সভায় সিলেট জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার, খান মোঃ রেজা-উন-নবী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ড. আবু জাফর মোঃ ফেরদৌস ও সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।

সিলেট সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ড. নাহিদ আরজুমান বানু’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান মিয়া। উল্লেখ্য, বাংলাদেশে প্রথমবারের মত প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হচ্ছে। প্রাণিসম্পদ সপ্তাহের মূল উদ্দেশ্য, প্রাণিসম্পদ উন্নয়ন ও নিরাপদ প্রাণিজ পুষ্টি উৎপাদন করা। উল্লেখ্য, বাংলাদেশে প্রথমবারের মত প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হচ্ছে। প্রাণিসম্পদ সপ্তাহের মূল উদ্দেশ্য, প্রাণিসম্পদ উন্নয়ন ও নিরাপদ প্রাণিজ পুষ্টি উৎপাদন করা।

প্রদর্শনীতে দেশি-বিদেশী বিভিন্ন জাতের কুকুর, বিড়াল, কবুতর, দুম্বা, গরু,ছাগল, ভেড়া,ঘোড়া প্রদর্শিত হয়।

এছাড়াও প্রাণি সম্পদ উন্নয়নে সরকারের পাশাপাশি দেশি-বিদেশী অনেকগুলো কোম্পানি ( এ সি আই, রেনেটা, পপুলার ফার্মা, স্কয়ার, এস কে এফ, ওয়ান ফার্মা ) তারা তাঁদের উদ্ভাবনী প্রোডাক্ট এবং ডেইরি সেক্টর থেকে তারা তাঁদের দুগ্ধজাত পণ্য নিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।