পাবনা’র সুজানগর চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

মোঃ গোলাম আরিফ: পাবনা’র সুজানগর উপজেলায় বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ০১ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, সুজানগর, পাবনা’র কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। দিনব্যাপী প্রশিক্ষণে কৃষিবিদ মোঃ নুরে আলম, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা; কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার; কৃষিবিদ মোঃ জাহিদ হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার সেশন পরিচালনা করেন।

প্রশিক্ষণে আলোচকবৃন্দ বলেন, আমাদের দেশ নদী মাতৃক দেশ। নদীর অববাহিকায় জেগে ওঠা চরগুলোর মাটিতে বালির পরিমাণ বেশি। চরে গতানুগতিক ফসল চাষ করতে বেশি পানির প্রয়োজন হয়। এজন্য প্রতিটি মৌসুমে কম সেচ লাগে এমন ফসল চাষ করতে হবে। চরে উচ্চমূল্যের ফসল হিসেবে সরিষা, কলা, পেয়ারা, তরমুজ, টমেটো, মিষ্টিআলু, চিনাবাদাম, মরিচ, ভূট্টাসহ বিভিন্ন ফসল সফলভাবে চাষ করা যায়। ফসলের ফলন বৃদ্ধি করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়। চরে ফসল চাষ করে কৃষকদের আয় বৃদ্ধির মাধ্যমে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব। আলোচকবৃন্দ আরো বলেন, চর এলাকায় ফসল উৎপাদনে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার বাড়াতে হবে। এতে ফসল উৎপাদন টেকসই হবে। ফসল উৎপাদনে রোগবালাইয়ের বিশেষ লক্ষ্য রাখতে হবে। পোকামাকড়ের আক্রমণ দেখা দিলেই ইচ্ছেমত কীটনাশক প্রয়োগ করা যাবে না, এতে ফসল অনিরাপদ হয় ও উৎপাদন খরচ বেড়ে যায়। পুষ্টি নিরাপত্তায় নিরাপদ ফসল উৎপাদন ও নিরাপদ খাদ্য গ্রহণের প্রতি আমাদের সচেষ্ট থাকতে হবে।

দিনব্যাপী প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় কৃষি প্রযুক্তি; চরাঞ্চলে চাষ উপযোগী ফসল, স্যান্ডবার ও পলি মালচ প্রযুক্তিতে ফসল উৎপাদন; উত্তম কৃষি চর্চা; চরে কৃষি যান্ত্রিকীকরণ বাস্তবায়ন কৌশলসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষকবৃন্দ আলোচনা করেন। প্রশিক্ষণে সুজানগর উপজেলার চরাঞ্চলের ৬০ জন প্রগতিশীল কৃষক/কৃষাণী অংশগ্রহণ করেন।