শ্যামনগরে কৃষকদের মাঝে প্রণোদনার ফসল বীজ ও সার বিতরণ

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: ঈশ্বরীপুর আব্দুস সোবহান মাধ্যমিক বিদ্যালয়ের সভা কক্ষে আজ বৃহস্পতিবার Hutch Bangladesh এর সহযোগিতা ও একতা কৃষি উন্নয়ন ক্লাব এর আয়োজনে "রবি মৌসুমে ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য করণীয় শীর্ষক"মতবিনিময় সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তরা শ্যামনগর এলাকার কৃষি উন্নয়নে খাল খনন, লোনা পানি প্রবেশে নিষেধাঙ্গা, স্বাদু পানি সংরক্ষণ ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

শ্যামনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবঃ কর্মকর্তা কৃষিবিদ ড. এস এম ফেরদৌস। মতবিনিময় সভায় আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মো: মোসাদ্দেক হোসেন, ফকিরহাটের উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন।

কৃষিবিদ বিশেষজ্ঞগন লবণাক্ততা সহিষ্ণু ফসলে সারের পরিমান নির্ধারণ, সেচ প্রদানের সময় ও বালাই ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করেন। একতা কৃষি উন্নয়ন প্রকল্পের ৩৫ জন কৃষক মতবিনিময় সভায় যোগদান করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রি ও বারি হতে রবি মৌসুমে চাষযোগ্য বোরো ধান, সরিষা ও মসুর বীজ একতা কৃষি উন্নয়ন প্রকল্পকে সহয়তা যে বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, Huthch Bangladesh এর সমন্বয়ক ও একতা কৃষি উন্নয়ন ক্লাবের সংগঠক শেখ সিরাজুল ইসলাম মিলন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একতা কৃষি উন্নয়ন ক্লাব এর সভাপতি মো লিয়াকত আলী, সহ-সভাপতি শেখ ইসহাক আলি, সাধারণ সম্পাদক মো আনওয়ারুল হক, কোষাধ্যক্ষ মো বেলাল হোসেন, সদস্য ধনাঞ্জয় কুমার মন্ডল, সদস্য অতুল কুমার মন্ডল, উপদেষ্টা মো আবুল হোসেন Hutch Bangladesh ইউথ টিমের তরিকুল ইসলাম সহ এলাকার সাধারণ কৃষকবৃন্দ।