
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) কর্মকর্তাদের নিয়ে 'বীজের গুনগত মান ও স্বাস্থ্য' বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। পাচঁ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাটি চলবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। কর্মশালাটির অর্থায়ন করেছে বিএডিসি'র পার্টনার প্রোগ্রাম।
প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো শহীদুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবির, কোর্স কো-অর্ডিনেটর ড. মো. মাহমুদুল হাসান চৌধুরী, বিএডিসি ঢাকা’র গবেষণা সেলের প্রধান বীজ প্রযুক্তিবিদ ড. মো নাজমুল ইসলাম, প্ল্যান্ট প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. ইসলাম হামীম। এছাড়া কর্মশালায় ২০ জন বিএডিসি কর্মকর্তা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, 'বীজ কৃষি খাতের গুরুত্বপূর্ণ উপাদান, নতুন জীবনের সম্ভাবনার উৎস। উচ্চ মানের বীজ হলে ফলন বৃদ্ধি পায়। আবার একই সাথে বীজ বিভিন্ন প্যাথোজেনের বাহক হতে পারে। যা ক্রপ সেক্টরে হুইট ব্লাস্টের মতো বিধ্বংসী রোগ ছড়িয়ে ফসলের মারাত্মক ক্ষতি করতে পারে। তাই দেশের বীজ সেক্টরকে উন্নত করতে হলে বাকৃবির সীড প্যাথলজি সেন্টারের সাথে বিএডিসি ও সরকারের সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমাদের আল্টিমেট লক্ষ্য কৃষকের কাছে যাওয়া, তাদের গুণগত বীজের চাহিদা পূরণ করা।
ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরে তিনি আরও বলেন, 'বাংলাদেশ হলো খামারিদের দেশ, কৃষকের দেশ। এখন থেকে ২৫ বছর পর এখানকার প্রতিটি গ্রাম সিঙ্গাপুর মডেলে পরিণত হবে। প্রতিটা গ্রামে উচ্চ ফলনশীল চাল উৎপাদন, কমিউনিকেশন, মানুষের আর্থিক অবস্থার উন্নতি এমনকি প্রতিটি উপজেলা থেকে হেলিকপ্টার সার্ভিসে উপনীত হবে। এটা নিশ্চিত করে বলছি কারণ দেশ প্রযুক্তি, গবেষণায় অনেক এগিয়েছে।'
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, 'এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তারা মাঠ পর্যায়ে দীর্ঘদিন কাজ করে আসছেন। ফিল্ড লেভেলে কাজ করে আসছেন। প্রশিক্ষণার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও প্রশিক্ষকদের জ্ঞানের সমন্বয়ে বীজ খাত ও বীজ শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।