ইতালি থেকে আমদানিকৃত উচ্চ গুণগত মান সম্পন্ন তরল পুষ্টি প্রিমিক্স “অ্যামাইনোসিড-ভি” যা ১৮ টি অ্যামাইনো এসিড ও ১২ টি ভিটামিনের সমন্বয়ে প্রস্তুতকৃত

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম:পুষ্টি সরবরাহ পোল্ট্রি/গবাদি প্রাণির দৈহিক ওজন ও বৃদ্ধি নিশ্চিত করে। পুষ্টি চাহিদা পূরণ করা না হলে, পোল্ট্রি / গবাদি প্রাণির দৈহিক বৃদ্ধি, বংশবৃদ্ধি, ডিম, মাংস ও দুধ সঠিকভাবে উৎপাদিত হবেনা। যেহেতু অধিকাংশ খাদ্যে ভিটামিন ও অ্যামাইনো এসিড প্রয়োজনীয় পরিমাণে থাকে না, তাই পরিপূরক হিসেবে বিভিন্ন পুষ্টি প্রিমিক্স ব্যবহার করার প্রয়োজন পড়ে।

তাই পোল্ট্রি/গবাদি প্রাণির প্রোটিন সংশ্লেষণ এবং দৈহিক ওজন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হেলথ কেয়ার এনিম্যাল হেলথ ডিভিশন বাজারে নিয়ে এসেছে ইতালি থেকে আমদানিকৃত ১৮ টি অ্যামাইনো এসিড ও ১২ টি ভিটামিনের সমন্বয়ে ৩০ টি উপাদান সমৃদ্ধ উচ্চ গুণগত মান সম্পন্ন তরল পুষ্টি প্রিমিক্স অ্যামাইনোসিড-ভি যা দুধ, ডিম ও মাংস উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হেলথকেয়ার ফরমুলেশনস লিমিটেড এর হেড অব মার্কেটিং (এনিম্যাল হেলথ ডিভিশন) ডাঃ মোঃ নিজাম উদ্দিন আখন্দ (রনি) বলেন, অ্যামাইনোসিড-ভি মাংসপেশীর বৃদ্ধি, টিস্যু রিপেয়ার এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দৈহিক দৈহিক ওজন এবং উৎপাদন বৃদ্ধির পাশাপাশি হাঁস—মুরগি এবং গবাদি প্রাণীর প্রজনন বৃদ্ধি করে, এফসিআর উন্নত করে এবং টিকা, বিভিন্ন ধরণের রোগ, ঔষধ, পরিবহণ, তীব্র গরম/ঠান্ডা আবহাওয়া, আবহাওয়ার পরিবর্তন ইত্যাদির ধকল থেকে রক্ষা করে। অ্যামাইনোসিড-ভি মিথিওনিন এবং সিস্টেইন সমৃদ্ধ হওয়ায় এটি চামড়া,পালক ও ক্ষুরের সুরক্ষা প্রদান করে, পোল্ট্রির পালক ঝড়ে যাওয়া থেকে রক্ষা করে। অ্যামাইনোসিড-ভি বাজারে ১০০ মি.লি., ৫০০ মি.লি. ও ১ লিটারের সাশ্রয়ী প্যাক সাইজে সরবরাহ করা হয়েছে।

অ্যামাইনোসিড-ভি এর ১ লিটারের রেডী প্যাক সরাসরি ইতালির বিখ্যাত ট্রাই কোম্পানি থেকে আমদানিকৃত এবং ১০০ মি.লি. ও ৫০০ মি.লি. এর কাঁচামাল ইতালি থেকে আমদানি করে বিশ্বমানের সুবিধা সম্পন্ন ও সর্বাধুনিক প্রযুক্তিতে হেলথকেয়ার ফরমুলেশনের ফ্যাক্টরিতে প্রক্রিয়াজাত করা হয়।

হেড অব মার্কেটিং আরো বলেন পোল্ট্রি ও গবাদি প্রাণীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে আমাদের সব সময়ের অঙ্গীকার আধুনিক, নিরাপদ ও কার্যকর পণ্য সরবরাহ করা। উৎপাদন বাড়লেই খামার হবে লাভজনক ও টেকসই।

বিস্তারিত তথ্যের জন্য হেলথ কেয়ার এনিম্যাল হেলথ-এর বিক্রয় প্রতিনিধির সাথে যোগাযোগ করুন। রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান বা কনস্যালটেন্ট এর পরামর্শ অনুযায়ী অ্যামাইনোসিড-ভি ব্যবহার করুন।