রাজশাহীতে রোটারি ক্লাবের উদ্যোগে বৃদ্ধাশ্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: আজ ১৮ এপ্রিল (শুক্রবার) সকালে রাজশাহীর মোহনপুর রোডের আলাই বিদিরপুরে রোটারি ক্লাবের উদ্যোগে একটি আধুনিক ও মানবিক বৃদ্ধাশ্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন ক্লাবের সাবেক সভাপতি ও সেক্রেটারি লায়ন এম. এ. মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিদাতা রোটারিয়ান লায়লা রওশন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ (আইপিপি, আরসি রাজশাহী সেন্ট্রাল), প্রেসিডেন্ট ইলেক্ট মো. মিজানুর রহমান, রোটারিয়ান ড. তাহসিনা শামীম তাসু, রোটারি ক্লাব পদ্মার পিপি এম. আব্দুল মান্নান এবং অন্যান্য রোটারিয়ানবৃন্দ।

বৃদ্ধাশ্রমের উদ্দেশ্য হলো সমাজের অবহেলিত প্রবীণদের জন্য নিরাপদ আশ্রয়, স্বাস্থ্যসেবা, পুষ্টিকর খাবার এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃদ্ধাশ্রমের ট্রাস্টি, লাইফ মেম্বার ও স্থানীয় প্রবীণ নাগরিকগণ।

রোটারি ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, “প্রবীণরা আমাদের সমাজের মূল্যবান অংশ। তাদের মর্যাদা ও সুস্থ জীবন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

এই উদ্যোগ সমাজে প্রবীণদের প্রতি দায়িত্বশীলতা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।