বাকৃবিতে রোভারদের পিআরএস ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

বাকৃবি প্রতিনিধি-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত হয়েছে "পিআরএস অর্জনের কৌশল ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড" বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) ‎ছাত্র বিষয়ক উপদেষ্টার কার্যালয়ে ওই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

‎কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. রাকিব হাসান শিপু  (পিআরএস,সিডিআরএস)। কর্মশালায় সভাপতিত্ব করেন বাকৃবি রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মোঃ আব্দুল আলিম। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাকৃবি রোভার স্কাউট গ্রুপের আর.এস.এল. অধ্যাপক ড. শায়লা সারমিন ম্যাম এবং  জি.আর.এস.এল ড. মো. জহিরুল আলমসহ বাকৃবি রোভার স্কাউট গ্রুপের প্রায় ৪০ জন রোভার।

অনুষ্ঠানে বক্তারা পিআরএস ও সিডিআরএস এওয়ার্ড অর্জনের জন্য কি কি ধাপ অনুসরণ করতে হয় এসকল বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।