যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ স্মরণ দিবস পালন করলো এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ”

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: আজ ১৭ জুলাই, ২০২৫ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)-এ যথাযোগ্য মর্যাদায় “জুলাই শহিদ স্মরণ দিবস-২০২৫” পালিত হয়েছে। সভার শুরুতে কুরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গিত পরিবেশনের পর শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সফিকুল বারী, এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ড. মোঃ মাহাবুবুর রহমান, ট্রেজারার (ভারপ্রাপ্ত)।

সভায় প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. সফিকুল বারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবদান ও তাদের ত্যাগের কথা স্মরণ করেন, তিনি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ছাত্র ছাত্রীদের এগিয়ে যেতে আহ্বান জানিয়েছেন। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব কমিটির আহবায়ক জনাব সাহেব আলী প্রামানিক।

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের (পরিকল্পনা ও উন্নয়ন) জনাব মো শাহরিয়ার কবির, আইন বিভাগের প্রধান, এস এম শহিদুল ইসলাম, প্রক্টর, জনাব ইকবাল মো মাজহারুল ইসলাম। এছাড়া ছাত্র-ছাত্রীরাও বক্তব্য রাখে। বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান সহ, সকল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।