জুলাই গণঅভ্যুত্থান’২৪ উপলক্ষে শেকৃবি’তে র‌্যালি, দোয়া ও আলোচনা সভা

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

শেকৃবি প্রতিনিধি: আজ ২১ জুলাই ২০২৫ সোমবার সকাল ১০:০০ টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ এর নেতৃত্বে জুলাই অভ্যুত্থান’২৪ এর র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে শুরু করে এম মহবুবউজ্জামান ভবন, অপরাজিতা’২৪ হল, চামেলী ভবন, শাপলা ভবন, বিজয়’২৪ হল, শেরেবাংলা হল, নবাব সিরাজ-উদ-দৌলা হল এবং টিএসসি কমপ্লেক্স এর সম্মুখ দিয়ে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপাচার্য বলেন এই জুলাই মাসেই স্বৈরাচারের পতন হয়েছে। এ মাস আমাদের আন্দোলনের মাস। এসো অঙ্গীকারবদ্ধ হই বাংলাদেশকে আমরা দুর্নীতি মুক্ত করবো। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস এর পরিচালক অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন, পোষ্ট গ্রাজুয়েট স্টাডিজ এর ডিন অধ্যাপক ড. মোঃ সালাউদ্দিন মাহমুদ চৌধুরী, ইনস্টিটিউট অফ সীড টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. নাজনীন সুলতানা, কেন্দ্রীয় ল্যাবের পরিচালক অধ্যাপক ড. নাহিদ জেবা, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোঃ জামিলুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী, এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, ডিন ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স অধ্যাপক ড. কাজী আহসান হাবিব।

জুলাই’২৪ গণঅভ্যুত্থান বর্ষপূর্তি অনুষ্ঠানের সদস্য সচিব ও ছাত্র পরামর্শ নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোছাঃ নূর মহল আখতার বানু, ৭টি হলের প্রভোষ্ট ও সকল বিভাগের চেয়ারম্যানবৃন্দ, ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ আলমঙ্গীর হোসেন, ছাত্র শিবিরের সভাপতি আবুল হাসান এবং এনসিপি’র নেতা তৈহিদ আহম্মেদ আশিকসহ সকল বিভাগের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচার্রীবৃন্দ।

সভাপতিত্ব করেন গণঅভ্যুত্থান বর্ষপূর্তি অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. এইচ. এম. এম. তারিক হোসেন।

সন্ধা ৭:০০ টায় বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান’২৪ উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউজিসি’র সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, পিএইচডি। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জুলাই শহীদ ফারহান ফাইজারের পিতা আলহাজ্ব শহিদুল ইসলাম এবং জুলাই শহীদ ইয়ামিন এর পিতা মোঃ মহি উদ্দীন।