এগ্রিলাইফ২৪ ডটকম: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো.আলিমুল ইসলাম।
এক শোক বার্তায় তিনি বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার গভীর ভাবে শোকাহত। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করেন।
শোক বার্তায় তিনি আরও বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমান সেনা এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হবার নয়।জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।