ফ্যাসিবাদ মুক্ত প্রাণিসম্পদ অধিদপ্তর গড়তে ফ্যাসিবাদ বিরোধী কৃষিবিদ বৃন্দের বিক্ষোভ সমাবেশ

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

ডেস্ক রিপোর্ট: ছাত্র জনতার অভ্যত্থানের গত ৫ ই আগস্ট ২০২৪ তারিখে ফ্যাসিবাদী আওয়ামীলীগের বিদায়ে ১ বছরের বেশি অতিক্রান্ত হলেও প্রাণি সম্পদ অধিদপ্তরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পূনর্বাসন কার্যক্রম অব্যাহতসহ বিভিন্ন প্রকল্পে বহাল তবিয়তে স্বপদে অবস্থান করার প্রতিবাদে এবং গত ১৪/০৯/২০২৫ ইং তারিখে রংপুরে অনুষ্ঠিত এলডিডিপি প্রকল্পে প্রোগ্রেস ওয়ার্কশপে প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি,সচিব মহোদয় ও মাননীয় উপদেষ্টা মহোদয়ের উপস্থিতিতে ফ্যাসিস্ট সরকার প্রধানের ছবি প্রদর্শন করার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ করেছে ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) এবং ফ্যাসিস্ট বিরোধী কৃষিবিদ বৃন্দ।

বিক্ষোভ সমাবেশ শেষে ভ্যাবের মহাসচিব ডাঃ মোঃ কবির উদ্দিন বলেন জুলাই ২০২৪ গণ অভ্যুত্থানে শহীদ সাঈদ,ওয়াসিম, সাফওয়ান, মুগ্ধ সহ হাজারো শহীদের রক্তের দাগ শুকানোর আগেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা আস্ফালন করার স্পর্ধা দেখানোর সাহস পেয়েছে এবং বিভিন্ন পদে এখনো বহাল তবিয়তে আছে ও অনেকে পূনর্বাসিত হচ্ছে। অবিলম্বে এই সব দোসরদেরকে ডিএলএস থেকে মুক্ত করতে হবে।

বিক্ষোভ মিছিলে ভ্যাব, এহাব ও কৃষিবিদ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিবিদ শাহাদত হোসেন চন্ঞল, ডাঃ কবির উদ্দিন, কৃষিবিদ আনিচ্ছুজ্জামান,ডাঃ মোজাম্মেল হক খান সোহেল,ডাঃ শাহজাহান সাজু, ডাঃ জহিরুল ইসলাম, ডাঃ সাইফুল ইসলাম তপু, ডাঃ নাজমুল হোসেন, ডাঃ শাহাদাত হোসেন পারভেজ, ডাঃ রানা, ডাঃ মোঃ আলমগির হোসেন,কৃষিবিদ কেআইএফ সবুর, কৃষিবিদ তানভীর মাসুম,কৃষিবিদ মির্জা তাহসীম রিজভী,কৃষিবিদ মিল্টন চন্দন দাস,কৃষিবিদ রেদোয়ান রিশাদ প্রমুখ।