
শেকৃবি প্রতিনিধি: প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) রোভার স্কাউট গ্রুপের প্লাবনী হক মিলা। প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস) হলো বাংলাদেশ স্কাউটস কর্তৃক রোভার স্কাউটদের জন্য সর্বোচ্চ পুরস্কার। এটি শ্রেষ্ঠত্ব, নিষ্ঠা এবং স্কাউটিং নীতিমালার প্রতি অঙ্গীকারের প্রতীক।
বাংলাদেশ স্কাউটসের পরিচালক মোসা. মাহফুজা পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ২০২৩ সালের জাতীয় পর্যায়ের প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ডের জন্য প্লাবনী হক মিলা সহ ৫ জনকে বিভিন্ন ধাপে লিখিত, ব্যবহারিক ও ভাইভার মাধ্যমে চূড়ান্ত ভাবে মনোনীত করা হয়েছে।
প্লাবনী হক মিলা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের একজন সদস্য ও ইউনিটটির সাবেক সিনিয়র রোভার মেট (এস.আর.এম)। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগে মাস্টার্সে অধ্যায়ণরত। এই প্রথম বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের ইতিহাসে প্রথম কোন মেয়ে রোভার এই অ্যাওয়ার্ড অর্জন করলো। এর আগে আব্দুল্লাহ আল মামুন ও মোঃ হাদিসুর রহমান এই ইউনিট থেকে প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছিল।
জাতীয় পর্যায়ের এ অ্যাওয়ার্ডের জন্য সারাদেশ থেকে মোট ৫ জন রোভার নির্বাচিত হয়েছেন। মনোনীত অন্যান্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার ইশতিয়াক আহমেদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের রোভার মো. মিলন হোসেন, সরকারি ব্রজমোহন কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার রবিন চন্দ্র মজুমদার এবং স্যার আশুতোষ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার পাভেল মহাজন।