শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে জমকালো আয়োজনে "শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট"-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ টুর্নামেন্টে উদ্বোধন করা হয়েছে।
মাড়িয়া যুব কল্যাণ সংঘের আয়োজনে টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল বাশার।
সংঘের সভাপতি বাদশা সরকারের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক শাহ আলী খন্দকার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আমরুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আসাদুজ্জামান আটল, উপজেলা বিএনপির সহ-সভাপতি তমেজ উদ্দিন, আড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা তাজুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার আমিনুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন, দেলোয়ার হোসেন,নয়মাইল বণিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির দুলু, উপজেলা যুবদল নেতা রহমত আলী,সুজন, বিএনপি নেতা মিলটন, মাড়িয়া যুব সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক শামিনুর রহমান সহ বিভিন্ন নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে পারতেখুর একতা সংঘ ও নয়মাইল যুব উন্নয়ন ক্লাব অংশ নেয়। নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে পারতেখুর একতা সংঘকে পরাজিত করে নয়মাইল যুব উন্নয়ন ক্লাব বিজয়ী হয়।