শাজাহানপুরে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশী হামলার প্রতিবাদ ও তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে বগুড়ার শাজাহানপুরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা–বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

শিক্ষকরা তাদের তিন দফা দাবি হিসেবে ২০ শতাংশ বাড়িভাতা বৃদ্ধি, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবি জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম প্রামাণিক এবং রানীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন দুবলাগাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ রাশেদ মো. সাজ্জাদুর রহমান, জাতীয়করণ প্রত্যাশী জোটের সমন্বয়কারী আবিদুল ইসলাম, সচেতন শিক্ষক সমাজ বগুড়া'র সদস্য সচিব সাজেদুর রহমান সবুজ, শিক্ষক নেতা মেজবাউল আলম, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুস সালাম, সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, প্রভাষক শামীম আহমেদ, প্রধান শিক্ষক সাদেকুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সাঈদ, সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন, খালেদ মাহমুদ রুবেল, আইয়ুব হোসেন, আতিকুর রহমান, খায়রুল ইসলাম, আনোয়ার হোসেন প্রমুখ।

শিক্ষক সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আবু বকর এবং মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাইসা।