বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের ইন্টার্ন শিক্ষার্থী জাকারিয়া হোসাইন সাঈদ থাইল্যান্ডে বাইক দুর্ঘটনার পর দেশে ফিরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে তিনটায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্রেন স্ট্রোক বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার ফলে মৃত্যু হয়েছে। এই বিষয়টি পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহুল আমিন নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ১৪ অক্টোবর থাইল্যান্ডে ইন্টার্নশিপের সময় সাঈদ এবং তার দুই বন্ধু আপন ও রাব্বি বাইক দুর্ঘটনায় আহত হয়েছিলেন। বাইকটি সাঈদ চালাচ্ছিল এবং সে গুরুতর আহত ছিলেন না। দেশে ফিরে তিনি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন, শুধুমাত্র বাহ্যিক আঘাতের জন্য। অন্যদিকে রাব্বি দেশে চিকিৎসা নিচ্ছে এবং আপন গুরুতর অসুস্থ অবস্থায় এখনও থাইল্যান্ডে চিকিৎসাধীন।
অধ্যাপক ড. মো. রহুল আমিন বলেন, "সে থাইল্যান্ডে বাইক দুর্ঘটনায় বেশি আহত ছিলেন না। তার দেহের সব শারীরিক টেস্টের ফলাফল স্বাভাবিক ছিল। কিন্তু আজ রাতে আনুমানিক সাড়ে তিনটার দিকে তার মৃত্যুর খবর পেয়েছি। আমরা ধারণা করছি স্ট্রোক বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। তবে বাস্তবে কিভাবে বা কেন মৃত্যু হয়েছে, তা আল্লাহই ভালো জানেন।"
মরহুমের জানাজা আজ আছরের নামাজের পর তার নিজ বাড়ি, বাকৃবি ফিশারিজ মোড় সংলগ্ন ময়মনসিংহ সদরের দীঘারকান্দা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।