
ক্যাম্পাস ডেস্ক: আজ ২৬ অক্টোবর ২০২৫ (রবিবার) বিকেল ৩টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন। ফাইনাল খেলায় নবাব সিরাজ-উদ-দৌলা হল এবং শেরেবাংলা হল মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র হলে রেফারি ট্রাইব্রেকারের সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে ৫-৪ গোলে শেরেবাংলা হল বিজয় অর্জন করে। খেলা শেষে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ আশাবুল হক, এবং প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী।
শারীরিক শিক্ষা বিভাগের অ্যাডিশনাল ডিরেক্টর মোঃ সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিএসসি’র পরিচালক অধ্যাপক মোঃ আখতার হোসেন, নবাব সিরাজ-উদ-দৌলা হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফিরোজ মাহমুদ, শেরেবাংলা হলের প্রভোস্ট অধ্যাপক মোঃ আব্দুল লতিফসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক মোঃ নূর উদ্দীন মিয়া।