শুধু পড়াশোনা নয় সুস্থ ও সৃজনশীল জীবন গঠনে নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে-সিকৃবি ভিসি

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: বর্তমান পরিবর্তিত জীবনধারার সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শরীর ও মনের সুসমন্বয় অত্যন্ত জরুরি। শুধু পড়াশোনা নয় সুস্থ ও সৃজনশীল জীবন গঠনে নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে,” ইনডোর গেমসের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। তিনি বলেন, খেলাধুলা যেমন শরীরকে সুস্থ রাখে, তেমনি মনকে প্রফুল্ল ও উদ্যমী করে।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামের বহিরাঙ্গনে অনুষ্ঠিত সিকৃবি আন্তঃ হল ইনডোর গেমস্ ২০২৪–২৫ (দাবা, ক্যারম, টেবিল–টেনিস) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (অ.দা.) মোহাম্মদ নেয়ামত উল্যাহ সঞ্চালনায় এবং কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার এবং প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন। এছাড়াও হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইনডোর গেমসের বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীদের পুরস্কার প্রদান শেষে অতিথিরা ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের ওপর গুরুত্ব আরোপ করেন।