
এগ্রিলাইফ২৪ ডটকম:“Peace and Non-Violence” বা “শান্তি ও অহিংসা” মূলমন্ত্রকে সামনে রেখে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হলো ‘Triangular Regional Football Championship’-এর উদ্বোধনী ম্যাচ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
তিন দেশের অংশগ্রহণে আয়োজিত এ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (বাংলাদেশ), পাঞ্জাব বিশ্ববিদ্যালয় (পাকিস্তান) এবং অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (নেপাল)। উদ্বোধনী দিনে বিকেল ৩টা ৩০ মিনিটে স্বাগতিক শেকৃবি ও নেপালের অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে শেকৃবি দল একতরফা খেলায় ৭–০ গোলে প্রতিপক্ষ দলকে পরাজিত করে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও পরিচালক (খেলাধুলা) ড. সাব্বির সরোয়ার, ফুটবল টিমের ম্যানেজার সাজ্জাদ আকবর, রিসার্চ অ্যাসোসিয়েট জাভারিয়া শাফাক, এবং অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ড. সারিনা পালিখা ও ড. সাবরিন সিরিসথা।
এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস পরিচালক অধ্যাপক ড. মো. ছরোয়ার হোসেন, শরীরিক শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক মো. নূর উদ্দীন মিয়া, এবং সকল হলের প্রভোষ্টবৃন্দ। তিন দেশের শিক্ষার্থীরা আনন্দ-উল্লাস ও সৌহার্দ্যের পরিবেশে খেলাটি উপভোগ করেন।