সিভাসু’র ডিভিএম ২৭তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে কিটবক্স বিতরণ

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম:চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ২৭তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে কিটবক্স (ডাক্তারি যন্ত্রপাতি) বিতরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও সার্জারি বিভাগের উদ্যোগে মঙ্গলবার (২৫ নভেম্বর) সিভাসু অডিটোরিয়ামে কিটবক্স বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৯টায় আয়োজিত কিটবক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম, পরিচালক (ভেটেরিনারি ক্লিনিক্স) প্রফেসর ড. ভজন চন্দ্র দাস এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের জোনাল সেলস ম্যানেজার তপন কুমার দাস। সভাপতিত্ব করেন মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ড. মনোয়ার সাঈদ পল্লব।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘রোগ নিরূপণ ও চিকিৎসাসেবা প্রদানে প্রয়োজনীয় সব ধরনের যন্ত্রপাতি এই কিটবক্সে বিদ্যমান। আশাকরি, তোমরা এসব যন্ত্রপাতির যথাযথ ব্যবহার নিশ্চিত করবে।’ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘স্বপ্ন দেখতে হবে এবং এই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষালাভের পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে। তাহলে তোমরা সফলকাম হবে।’

অনুষ্ঠানের শুরুতে ডিভিএম ২৭তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া বিনতে কবির ও তৌফিকুর রহমান তাদের অনুভূতি ব্যক্ত করেন।