The Vets Mirror এর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: আজ শুক্রবার ২৮ নভেম্বর দুপুরে দি ভেট এক্সেকিউটিভ কর্তৃক প্রকাশিত ভেটেরিনারি পেশা ভিত্তিক ত্রৈমাসিক ট্যাবলয়েড The Vets Mirror এর প্রথম সংখ্যা এর মোড়ক উন্মোচন করা হয়। শেরে বাংলা নগরস্থ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ এর প্রদর্শনী মাঠে ভিআইপি লাউঞ্জ মোড়ক উন্মোচন করেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব আবু তাহের মুহাম্মদ জাবের।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. মো: আবু সুফিয়ান, মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, ডা. বয়জার রহমান, পরিচালক প্রশাসন, ডা. শাহিনুর আলম, পরিচালক কেন্দ্রীয় ঔষধাগার,ডা. মো: তারেক হোসেন, ডিডি এডমিন, ডা. মোস্তাফিজুর রহমান রোকন, ডা. মো: ইউনুস আলী , প্রাণিসম্পদ অধিদপ্তর ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দা ভেটস মিরর এর চিফ অ্যাডভাইসার ও দি ভেট এক্সেকিউটিভ এর সভাপতি ডা.মো: রেজাউল করিম মিয়া, দা ভেটস মিরর এর এক্সেকিউটিভ ম্যানেজিং এডিটর ও দি ভেট এক্সেকিউটিভ এর মহাসচিব ডা. মোহাম্মদ আল আমীন, সাংগঠনিক সম্পাদক ডা. এইচএম নাজমুল হক, প্রচার সম্পাদক ডা. মো: সাইফুল ইসলাম তপু, উপস্থিত ছিলেন ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মো: মাহবুব আলম, মহাসচিব ডা. কবির উদ্দিন আহম্মেদ, ডা. রুমন হোসাইন, ডা. সামিয়া খান লিসা সহ আরও অনেকে ।

উদ্বোধনী সংখ্যায় বিশেষভাবে প্রকাশিত হয়েছে আলোচনামুখর প্রবন্ধ “The Evolving Role of Veterinarians Toward Animal Welfare in Bangladesh”, যেখানে বাংলাদেশের ভেটেরিনারিয়ানদের আধুনিক দায়িত্ব, প্রাণিসম্পদ কল্যাণে তাদের পরিবর্তনশীল ভূমিকা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তৃত আলোচনা উপস্থাপন করা হয়েছে। ট্যাবলয়েড টির সম্পাদকীয়তে বলা হয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ কে সামনে রেখে ভেটেরিনারি পেশার বহুমূখী দক্ষতাকে কাজে লাগিয়ে সম্মিলিত প্রচেষ্টায় এই পেশাকে সুউচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করার অঙ্গিকার নিয়ে ভেটেরিনারি পেশা ভিত্তিক ত্রৈমাসিক টেবলয়েড ‘‘দ্যা ভেট্স মিরর’’ প্রথম সংখ্যা প্রকাশ করতে যাচ্ছে।

সুস্থ্য, মেধাবী ও মননশীল জাতি গঠনে; ক্ষুধা ও দারিদ্র বিমোচনে; নিরাপদ প্রোটিন যোগানে ভেটেরিয়ানদের ভূমিকা অপরিসীম। দেশের মোট জনসংখ্যার প্রায় ২০% প্রত্যক্ষ এবং ৫০% প্রাণিসম্পদের উপর নির্ভরশীল। প্রাণিসম্পদের টেকসই উন্নয়ন তৃনমূল পর্যায়ে প্রানিসম্পদ খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি প্রাণিজ আমিষ, দুধ, ডিম, মাংসের চাহিদা পূরণের লক্ষ্যে পাবলিক/প্রাইভেট ভেটেরিনারিয়ানরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বর্তমানে বাংলাদেশে ১৬ টি প্রতিষ্ঠান থেকে ভেটেরিয়ানরা গ্রাজুয়েশন পাচ্ছেন। প্রায় ৭৫০০ প্রাইভেট ভেটেরিয়ান রয়েছে এদেশে। তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে ভেটেরিনারি প্রফেশনের বহুমূখী দক্ষতাকে কাজে লাগিয়ে এবং রেমিটেন্স যোদ্ধা হিসেবে ব্যবস্থাপনার মাধ্যমে দেশে বিপুল সংখ্যক বৈদিশিক মুদ্রা অর্জন সম্ভব। পাবলিক প্রাইভেট পার্টনারশিপকে দক্ষ পকিল্পনা ও সুদূর প্রসারী উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবী । দরকার প্রাইভেট ভেটেরিনানিয়াদের জন্য যুগোপযোগী ও মর্যাদাসম্পন্ন পেশানীতিমালা প্রনয়ণ এবং উন্নত বিশ্বের অন্যান্য দেশের মত ভেটেরিনারি ড্রাগ এক্ট তৈরীর মাধ্যমে প্রাণিসম্পদ শিল্পকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাওয়া। যা কৃষি নির্ভর বাংলার অর্থনীতির চাকাকে আরো বেগবান করার মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মানে অগ্রনী ভূমিকা পালন করবে।

এদেশে রয়েছে হাজার ভেট এন্টারপ্রেইনর, বিশ্বের নামি-দামি মাল্টিন্যাশনাল কোম্পানী অপারেট করা এসব ভেট এন্টারপ্রেইনারা সরকারের পৃষ্ঠপোষকতা এ ব্যবসা বান্ধব পরিবেশ পেলে এদেশের ভাগ্য পরিবর্তনে অনন্য ভূমিকা রাখবে বলে মনে করে উপস্থিত ভেটেরিনারিয়ানরা।

অনুষ্ঠানে উপস্থিত সবার প্রত্যাশা নতুন এই ভেটেরিনারি ভিত্তিক পত্রিকা দ্রুতই পাঠক, গবেষক ও পেশাজীবীদের কাছে একটি নির্ভরযোগ্য ও সম্মানজনক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে।