বাকৃবি সাংবাদিক সমিতির সামনে থেকে সাংবাদিকের সাইকেল চুরি

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

বাকৃ‌বি প্রতি‌নি‌ধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাংবাদিক সমিতির সামনে থেকে এক শিক্ষার্থীর সাইকেল চুরি হ‌য়ে‌ছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ২২ মিনিটে সাইকেলটি চুরি হয়।

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সাইকেল চুরির ঘটনা শিক্ষার্থীদের মধ্যে বেশ আতঙ্ক সৃষ্টি ক‌রে‌ছে । বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলার কারণেই এ ধরনের চুরির ঘটনা ঘটছে ব‌লে দা‌বি শিক্ষার্থীদের।

সাইকেল হারানো ভুক্তভোগী শিক্ষার্থী হলেন বাকৃবি সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াজ হোসাইন। তিনি বর্তমানে ভেটেরিনারি অনুষদে চতুর্থ বর্ষে পড়া‌শোনা কর‌ছেন।

এ বিষয়ে মোহাম্মদ রিয়াজ হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ে যেকোনো চুরি অত্যন্ত দুঃখজনক। তবে যদি চুরির বস্তুটি শিক্ষার্থীর কষ্টার্জিত অর্থে কেনা এবং দৈনন্দিন ব্যবহারের জিনিস হয়, তাহলে দুঃখের মাত্রা একটু বে‌শি । বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিদের উদাসীনতার কারণেই এ ধরনের চুরির ঘটনা ঘটছে। আমার সাইকেলটি ছাত্র-শিক্ষক কমপ্লেক্স (টিএসসি) এলাকায় সাংবাদিক সমিতির অফিসের সামনে থেকে চুরি হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি এমন একটি গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে পুরো বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়েই প্রশ্ন থেকে যায়।

বাকৃবির নিরাপত্তা শাখার পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম বলেন, উন্নত বিশ্বেও সাইকেল চুরির ঘটনা ঘটে। তবে শিক্ষার্থীদের সাইকেল চুরির বিষয়টি নিঃসন্দেহে বেদনাদায়ক। যেহেতু সিসিটিভি ক্যামেরায় চোরকে শনাক্ত করা সম্ভব হয়েছে, তাই তাকে ধরতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে নিরাপত্তা কর্মীদের আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হ‌বে ।

বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান টিএসসিতে নিরাপত্তা দিতে ব্যর্থতার কারণ জানতে চাইলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা নিশ্চিত করতে নির্দিষ্ট ব্যক্তিদের দায়িত্ব দেওয়া আছে। সংশ্লিষ্ট ব্যক্তি কেন ব্যর্থ হয়েছেন, সে বিষয়ে তার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে। দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ঢাকায় অবস্থান করায় তাৎক্ষণিকভাবে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হ‌চ্ছে না ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, বিশ্ববিদ্যালয়ের আয়তন বড় এবং এটি উন্মুক্ত হওয়ায় সব জায়গায় সমানভাবে নিরাপত্তা নিশ্চিত করা সব সময় সম্ভব হয় না। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তার জন্য নির্দিষ্ট ব্যক্তিরা দায়িত্ব পালন করেন। তাদের গাফিলতির কারণেই হয়তো সাইকেলটি চুরি হয়েছে। তবে শিক্ষার্থীদের সাইকেল চুরির বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয়। নিরাপত্তা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা শিগগিরই চোরকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।