
এগ্রিলাইফ২৪ ডটকম:“শত বর্ষ শত প্রাণ ঐতিহ্য অম্লান” এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের কেওয়াটখালীতে অবস্থিত বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ১৯২৫ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ বছরের গৌরবময় পথচলা উদযাপন করতে ২৫ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে স্কুল প্রাঙ্গণে এক অনন্য মিলনমেলায় অংশ নেন হাজারো প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং অতিথিবৃন্দ।

দিনব্যাপী এই আয়োজনে ছিল স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মনোজ্ঞ খেলাধুলা। সাবেক সহপাঠীদের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হওয়ায় আবেগ, আনন্দ ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। খেলাধুলা ও বিনোদনমূলক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা প্রাণ খুলে আনন্দ উপভোগ করেন, আর পুরোনো স্মৃতি আর নতুন স্বপ্নের গল্পে অতীত ও বর্তমান মিলেমিশে যায় এক সুতোয়। এই পুনর্মিলনী শুধু আনন্দের উৎসবই নয়, বরং প্রিয় শিক্ষাপীঠের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও গর্বের এক অনন্য প্রকাশ হয়ে স্মরণীয় হয়ে থাকবে সবার হৃদয়ে।