
ইসলামিক ডেস্ক: পবিত্র কুরআনের সূরা হজ্জের ৭৮ নম্বর আয়াতে মহান আল্লাহ তায়ালা বলেন, “তোমরা সালাত প্রতিষ্ঠা কর এবং যাকাত দাও এবং আল্লাহকে মজবুতভাবে ধরো, অবিচল থাকো। নিশ্চয়ই তিনি তোমাদের অভিভাবক। আর তিনি কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী।”(সূরা হজ্জ: ৭৮)।
এই আয়াতের মাধ্যমে আল্লাহ তায়ালা আমাদের জীবনের প্রকৃত দিকনির্দেশনা দিয়েছেন। সালাত ও যাকাতের মাধ্যমে আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করি, আর আল্লাহর উপর দৃঢ়ভাবে নির্ভর করাই আমাদের প্রকৃত শক্তি। একজন প্রকৃত মুমিন জানে এই দুনিয়ার সব শক্তি, সম্পদ ও সাফল্য কেবল মহান রবের অনুমতি ও অনুগ্রহেই অর্জিত হয়।
বর্তমান সময়ের নানা দুঃসময়, অনিশ্চয়তা ও মানসিক চাপে মানুষ যখন দিশেহারা, তখন এই আয়াত আমাদের আশার আলো দেখায়। এটি আমাদের শিক্ষা দেয় যে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। কারণ, তিনিই আমাদের প্রভু, সৃষ্টিকর্তা, পালনকর্তা ও রিজিকদাতা। তিনি কখনো তাঁর বান্দাকে একা ফেলেন না।
আল্লাহ তায়ালা বলেন, “তিনি কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী।” এই ঘোষণা আমাদের মনে দৃঢ় বিশ্বাস স্থাপন করে যে ব্যক্তি আল্লাহর উপর আস্থা রাখে, তার জীবনে ভয় বা হতাশার কোনো স্থান থাকে না।
তাই আসুন, আমরা সবাই সালাত প্রতিষ্ঠা করি, যাকাত দেই, এবং প্রতিটি কাজের শুরুতে আল্লাহর নামে আস্থা রেখে অগ্রসর হই। মহান রবের নির্দেশই আমাদের পথপ্রদর্শক, আর তিনিই আমাদের সর্বোত্তম সহায়ক।
মহান আল্লাহ আমাদের সকলকে তাঁর উপর ভরসা করে জীবনের সকল ক্ষেত্রে সফলতা অর্জনের তৌফিক দান করুন। আমিন।