এগ্রিলাইফ ডেস্ক:ব্রাজিল সরকার বাংলাদেশের প্রাণিসম্পদ খাতে কারগরিসহ প্রয়োজনীয় সহযোগিতার জন্য বাংলাদেশস্থ ব্রাজিলের রাষ্ট্রদূতের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের কাছে ১৭ মে বৃহস্পতিবার একটি আনুষ্ঠানিক প্রস্তাব হস্তান্তর করেছে। মন্ত্রী ব্রাজিলের প্রস্তাবটি গ্রহণ করেন এবং মন্ত্রণালয়ের মাধ্যমে এটি পরীক্ষানিরীক্ষার পর নিজেদের মতামত জানানোর আশ্বাস দেন। তিনি সম্প্রতি বাংলাদেশের মাছ ও মাংসে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের কথা উল্লেখ করে বাংলাদেশের বিভিন্ন অগ্রগতির কথা তুলে ধরেন।

রাষ্ট্রদূত ব্রাজিলের হালাল মাংস আরব দেশসহ সারা বিশ্বে ব্যাপকভাবে রপ্তানির কথা উল্লেখ করে বাংলাদেশের প্রাণিখাতের সার্বিক অবস্থা সম্পর্কে অবহিত হন। উভয়পক্ষ একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রদূত মন্ত্রীকে ব্রাজিল সফরের আমন্ত্রণ জানান।

মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মোঃ রইছউল আলম মন্ডল, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. মোঃ আইনুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ব্রাজিলের দূতাবাসের মিশন প্রধান Julio Cesar Silva, কাউন্সিললর Milton de F. Coutinho এবং বাংলাদেশের Ibratas Trading Conpany এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোশারফ হোসেইন চৌধুরী, পরিচালক জনাব মোঃ গিয়াস উদ্দীন খান এসময় উপস্থিত ছিলেন। ।