Monday, 23 July 2018

 

জাতি, ধর্ম, বর্ণ, জন্য সবার কর্মসংস্থানের কথা বলে ইসলাম

ইসলামিক ডেস্ক: জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে প্রতিটি নাগরিকের কর্মসংস্থানের কথা বলে ইসলাম। অতি প্রয়োজনীয় মৌলিক চাহিদা পূরণে এজন্য ব্যক্তিকেই উদ্যোগী হতে হবে। পবিত্র কোরানের ভাষায়, ‘নামাজ শেষে তোমরা জমিনে ছড়িয়ে পড় এবং মহান আল্লাহর দেয়া অনুগ্রহ তালাশ কর।’ (সূরা জুমা : ১০)। রাসুল (সা.) বলেন, ‘নিজের হাতে উপার্জিত অর্থের চেয়ে উত্তম আয় আর কিছুই হতে পারে না।’ (সুনান ইবনে মাজাহ : ২/২১৩৮)। সে জন্য যোগ্যতা ও উদ্যোগের সঙ্গে সংগতি রেখে কর্মসংস্থানের সুযোগ থাকা বাঞ্ছনীয়।

সবার জন্য উপার্জনের সুযোগ সৃষ্টি করে দেয়া মুসলিম সমাজের সামষ্টিক দায়িত্ব। ইমাম ইবনে তাইমিয়া এ সম্পর্কে বলেন, ‘নাগরিকের ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব। কর্মসংস্থানের সুযোগ ছাড়া বেকারত্ব দূর হবে না। এ জন্য সরকারকে নানাবিধ কল্যানমুখী কর্মসূচি গ্রহণ করতে হবে।তাহলেই সমাজে সকল অভাব দূর হবে। মানুষ কর্মমুখী হয়ে আজে বাজে কাজ থেকে বিরত থাকবে।

মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে কাজের জন্য শক্তি ও সার্ম দান করুন।-আমিন