Friday, 21 September 2018

 

এবছর সর্বনিম্ন ফিতরা ৬৫ টাকা এবং সর্বোচ্চ ১৯৮০ টাকা

এগ্রিলাইফ২৪ ডটকম ইসলামিক ডেস্ক:১৪৩৮ হিজরি সনের সর্ব নিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৬৫ টাকা এবং সর্বোচ্চ ফিতরা এক হাজার ৯৮০ টাকা। বৃহস্পতিবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মো. মিজানুর রহমান।

পূর্ণাঙ্গ রহমত বরকত মাগফিরাত পেতে রমজানে অনেক কিছু করণীয় রয়েছে

এগ্রিলাইফ২৪ ডটকম, ইসলামিক ডেস্ক:রহমত, বরকত, মাগফিরাতের মাস মাহে রমজান চলছে। রমজান মাস অন্যান্য সাধারণ মাসের মতো নয়। শুধু রোযা রাখালই এই মাসের হক আদায় হয় না। রমজানের পূর্ণাঙ্গ রহমত বরকত মাগফিরাত পেতে আরো অনেক কিছু করণীয় রয়েছে। এ মাসে সকল আদব রক্ষা করে পুরো মাস রোযা রাখা প্রত্যেক মুসলিমের কর্তব্য।

সঠিক ভাবে রোজা পালনের প্রস্তুতি নিন

এগ্রিলাইফ২৪ ডটকম ইসলামিক ডেস্ক:আর মাত্র এক সপ্তাহ পরেই (চাঁদ দেখা সপেক্ষে) আমরা ‘আহলান সাহলান’ বলে বরণ করে নেব মাহে রমজানকে।রহমত, বরকত ও মাগফিরাতের বার্তা নিয়ে পবিত্র সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভে ব্যাকুল হয়ে উঠবে বিশ্বের সকল মুসলমান। সকল ধর্মপ্রাণ মুসলমানের কাছে এ মাসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

‘তারাবিহ’ নামাজের জন্য দন্ডায়মান হওয়া অশেষ পুণ্যের কাজ

এগ্রিলাইফ২৪ ডটক, ইসলামিক ডেস্ক:রবিবার থেকে দেশে পবিত্র রমজান মাস শুরু। রহমত-বরকত-মাগফেরাতের বার্তা নিয়ে পবিত্র রমজান আমাদের নিকট সমাগত। এ মাসেই মানুষ রোজা পালন ও ইবাদত-বন্দেগির মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনে মশগুল থাকবে।

আজ দিবাগত রাতে পবিত্র ‘লাইলাতুল বারাআত’

এগ্রিলাইফ২৪ ডটকম ইসলামিক ডেস্ক:আজ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র ‘লাইলাতুল বারাআত’ উদযাপিত হবে। হিজরি সনের শাবান মাসের দিবাগত ১৪ তারিখ রাতটিই সেই সৌভাগ্য রজনী। বাংলাদেশসহ বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ এবাদত-বন্দেগীর মধ্য দিয়ে এই রাতটি অতিবাহিত করবেন। মহিমান্বিত এ রজনীতে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশ্বের মুসলমানগণ বিশেষ মোনাজাত ও দোয়া করবেন।