Wednesday, 15 August 2018

 

৩ দিন ব্যাপী দারিদ্র বিমোচনের আন্তজার্তিক সেমিনার ও কৃষি প্রযুক্তি মেলা রবিবার থেকে শুরু

বাকৃবি প্রতিনিধি:‘দারিদ্র বিমোচনে প্রযুক্তির প্রসার : সম্ভাবনা ও ঝুঁকি’ প্রতিপাদ্যকে সামনে রেখে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দারিদ্র বিমোচনের রিজিওনাল নেটওর্য়াক অন প্রোভার্টি ইরাডিকেশন (রেনপারের) ৩ দিন ব্যাপী ৭ম আন্তজার্তিক সেমিনার ও কৃষি প্রযুক্তি মেলা  আগামীকাল রবিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবিতে) শুরু হবে।

সেমিনারে ৬টি শেসনে ১৪১টি বৈজ্ঞানিক প্রবন্ধ ও পোস্টার উপস্থাপিত হবে। বাংলাদেশ, মালোয়েশিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনামসহ বিভিন্ন দেশ থেকে ২০০ জন বিজ্ঞানী ও গবেষক ওই প্রবন্ধ ও পোস্টার উপস্থাপন করবেন।

গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সেমিনারের সদস্য সচিব অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্ণর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর, বিশেষ অতিথি হিসেবে ইউনিভার্সিটি মালয়েশিয়া কেল্লেনটানের ডেপুটি ভাইস চান্সেলর ও রেনপারের চেয়্যারমান প্রফেসর ড্যাটো ড. ইব্রাহীম বিন চি ওমর উপস্থিত থাকবেন।