Wednesday, 15 August 2018

 

ময়মনসিংহে ভেড়ার কৃত্রিম প্রজনন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি:দেশে ভেড়ার উৎপাদন বৃদ্ধিতে ভেড়া উৎপাদনের কৃত্রিম প্রজনন বিষয়ক খামারী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সম্মেলন কক্ষে ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।  

ময়মনসিংহের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. আফতাব হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সার্জারী ও অবস্টেট্রিক্স বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম। কর্মশালার সমন্বয়কারী হিসেবে ছিলেন অপটিমাইজেশন অব এমওইটি শিপ ইন বাংলাদেশের প্রধান গবেষক অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি’র উপপরিচালক মো. খোরশেদ আলম।